চেন্নাই: অস্ট্রেলিয়ায় রমরমিয় চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচও ধুমধাম করে আয়োজিত হয়েছে। তবে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ভাল নয়। তাই পরের বছর পাকিস্তানে আয়োজিত এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতীয় দল অংশগ্রহণ করবে কি না, সেই নিয়ে জল্পনা অব্যাহত। শুক্রবার (৪ নভেম্বর) বিসিসিআই সভাপতি রজার বিনি (Roger Binny) স্পষ্ট জানিয়ে দিলেন যে ভারতের এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাওয়া বা না যাওয়া বিসিসিআইয়ের ওপর নির্ভরশীল নয়, তা ঠিক করবে সরকার।


পাকিস্তানে খেলবে ভারত?


পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতের অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে বিনি বলেন, 'এটা (পাকিস্তানে খেলার সিদ্ধান্ত) বিসিসিআইয়ের হাতে নেই। গোটা বিষয়ে সরকারের তরফে ছাড়পত্র জরুরি এবং তাঁরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।' পরের বছরের এশিয়া কাপ তো বটেই, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানেই অনুষ্ঠিত হওয়ার কথা। তাই ভারত পাকিস্তানে খেলতে যাবে কি না, সেই বিষয়টা এত বাড়তি গুরুত্ব পাচ্ছে।


অভিযোগ খারিজ


এছাড়া ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচেও কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের তরফে অনেকেই অভিযোগ করেছেন যে ম্যাচে ভারতের পক্ষে বহু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এই অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন বিনি। বিসিসিআই সভাপতি বলেন, 'আমার মনে হয় না আইসিসি কোনওরকমভাবে আমাদের পক্ষপাতিত্ব করে। কোনওভাবেই এমনটা বলা উচিত নয়। বাকি দলগুলির থেকে আমরা বাড়তি কি সুবিধা পাই? ভারত নিঃসন্দেহে বিশ্বক্রিকেটের এক মহাশক্তি। তবে (আইসিসি) সকলকে সমানভাবেই দেখে।'


বিরাটকে শুভেচ্ছা পাক তারকার


আজ ৫ নভেম্বর ৩৪ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর এই বিশেষ দিনে এবার চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের ক্রিকেটারের হৃদয় ছুঁয়ে যাওয়া এক শুভেচ্ছাবার্তা পেলেন কিং কোহলি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিরাটের জন্মদিনে তাঁর সঙ্গে ছবি পোস্ট করে পাক পেসার শাহনাওয়াজ দাহানি। নিজের শুভেচ্ছাবার্তায় শাহনাওয়াজ লিখেছেন, ''এই মানুষটাকে ৫ নভেম্বর শুভচ্ছা জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। একজন প্রকৃত শিল্পী, যার জন্য ক্রিকেটটা এত সুন্দর হয়ে উঠেছে। শুভ জন্মদিন বিরাট। দারুণ দিন কাটুক তোমার। গোটা বিশ্বকে এভাবেই আনন্দ দিতে থাক।''


আরও পড়ুন: ৩৪-এ পা বিরাটের, শুভেচ্ছাবন্যায় ভাসছেন কিং কোহলি