মীরপুর: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার সময়ই তিনি ঘোষণা করেছিলেন, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চান। কিন্তু শাকিব আল হাসানের (Shakib Al Hasan) সেই ইচ্ছেপূরণ হবে?
ঘোরতর সংশয় রয়েছে। কারণ, দেশে ফেরার জন্য অধুনা ক্ষমতাচ্যুত আওয়ামি লিগের সাংসদ শাকিব নিরাপত্তার আশ্বাস চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। সেই আশ্বাস তিনি পাননি। উল্টে দেশজুড়ে শাকিবের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ বিবৃতি দিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন শাকিব। তাতে ছবি বদলায়নি। পরিস্থিতি এমনই অশান্ত যে, মীরপুরে শেষ টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা বাতিল করার পথে হাঁটতে হতে পারে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে।
শাকিবকে বাংলাদেশের জাতীয় দলে আর না খেলানোর দাবি জানিয়েছেন একদল বিক্ষোভকারী। বৃহস্পতিবার দুপুরে মীরপুরে শের ই বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সামনে ‘মীরপুর ছাত্রজনতা’র ব্যানারে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আমেদকে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা। সেই স্মারকলিপিতে লেখা হয়েছে, শাকিবকে খেলানো হলে ম্যাচের দিন বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে। সেই কর্মসূচির জেরে কোনও অশান্তি হলে তার দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চোটে অনিশ্চিত ঋদ্ধিমান, শততম ম্যাচে অভিমন্যুকে ঘিরে আগ্রহ, কল্যাণীতে বাংলার কাঁটা বৃষ্টি
বৃহস্পতিবার শাকিবের বিরুদ্ধে শের ই বাংলা স্টেডিয়ামের মূল দ্বারে যখন বিক্ষোভ চলছিল, তখন ভেতরে অনুশীলন চলছিল দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের। ২১ অক্টোবর থেকে শের ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু হবে। সেই টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। ম্যাচটি খেলতে বৃহস্পতিবার রাতেই দুবাই হয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল শাকিবের।
তবে শাকিব জানিয়েছেন, দেশে ফিরছেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবশ্য জানিয়েছে, শাকিবকে নিয়ে বিক্ষোভের বিষয়ে দক্ষিণ আফ্রিকা দল কোনও নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। তবে এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকা দলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।