বেঙ্গালুরু: প্রথম দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে যাওয়ার পর বেঙ্গালুরুতে দ্বিতীয় দিন যখন রোহিত শর্মা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন, তখন মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে খুব দ্রুতই সেই উচ্ছ্বাস চরম হতাশায় বদলে যায়। অবিশ্বাস্যভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের বিখ্যাত ব্যাটিং লাইন আপ। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs NZ 1st Test) ৫০ রানের গণ্ডিও পার করতে পারেনি রোহিত বাহিনী। মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।


ভারতীয় দলের ব্যাটিং ব্যর্থতার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তাঁর সোশ্যাল মিডিয়ায় করা সেই পোস্টে রাহানেকে মুম্বই রঞ্জি দলের হেলমেট পরে অনুশীলন করতে দেখা যাচ্ছে। অবলীলায় কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, ফ্লিকের পাশাপাশি জমাটি রক্ষণে নজর কাড়েন রাহানে। তিনি ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'স্ট্রাইক করতে আমি প্রস্তুত।'


 






 


রাহানের এই পোস্টে টিম ইন্ডিয়া নিয়ে কোনও উল্লেখ না থাকলেও, তাঁর পোস্টের ধরন এবং সময় দেখে অনেকেই সেটার সঙ্গে ভারতীয় দলের ব্যাটিং ধসের যোগ খুঁজে পাচ্ছেন। রাহানে দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ব্রাত্য। গত বছরের জুলাইতে শেষবার টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন তিনি। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটেই নিয়মিত খেলে যাচ্ছেন অভিজ্ঞ তারকা। লক্ষ্য জাতীয় দলে কামব্যাকের। সেই কারণেই রাহানের এই পোস্ট বিশেষ ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।  


নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে মেঘলা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় টস জিতে প্রথম ব্যাটিং করে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর ১৮০/৩। ভারতের চেয়ে ১৩৪ রানে এগিয়ে গিয়েছে নিউজ়িল্যান্ড। হাতে রয়েছে ৭ উইকেট। কোণঠাসা ভারত। এখান থেকে কিন্তু রোহিতদের ম্যাচ বাঁচানোই বেশ কঠিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বিগত দুই বছরে একটিও অর্ধশতরান নেই বাবরের, তবে মাঠে নেমেই সেঞ্চুরি হাঁকালেন বদলি কামরান