Rohit Sharma-Virat Kohli: ব্যাটে রানের খরা, ভবিষ্যৎ নিয়ে সংশয়, এবার বিরাট, রোহিতের ফর্ম নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী

Border-Gavaskar Trophy: বিরাট প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকালেও তারপরের তিন ইনিংসে দুই অঙ্কের রানও করতে পারেননি। রোহিতের পাঁচ ইনিংসে সংগ্রহ ৩১ রান।

Continues below advertisement

মেলবোর্ন: বক্সিং ডে টেস্টে (IND vs AUS 4th Test) একসময় আশা জেগেছিল জয়ের। তবে কোথায় কী! ১৮৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় দল। আর পরাজয়ের পর যাঁদের দিকে সবথেকে বেশি করে আঙুল উঠছে, তাঁরা হলেন দলের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার তথা তারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit sharma)। তাঁদের দুইজনেরই ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। দুই তারকার জন্য কী অপেক্ষা করে রয়েছে, তাঁদের ফর্ম নিয়ে এবার নিজের মতামত ব্য়ক্ত করলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। 

Continues below advertisement

দীর্ঘদিন ভারতীয় দলের কোচ থাকাকালীন রোহিত, বিরাটকে একেবারে কাছে থেকে দেখেছেন শাস্ত্রী। ফলে তাঁর থেকে ভাল খুব কমজনই চেনেন রোহিত-বিরাটকে। প্রাক্তন ভারতীয় কোচ বলেন, 'বিরাট প্রথম ইনিংসে তো ভালই ব্যাট করছিল। ও যেভাবে আউট বিশেষত যেহেতু প্রতিটি ক্ষেত্রেই প্রায় ওই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে বিপদে পড়ছে, তা নিয়ে নিশ্চয়ই ও হতাশ হবে। ওই বলগুলি সহজেই ছাড়তে পারে। আর রোহিতের ক্ষেত্রে বলতে হলে বলব আমরা বারংবার এই সিরিজ়ে দেখেছি যে রোহিতের সামনের পা বলের কাছে পৌঁছছে না। একটা ট্রিগার মুভমেন্ট হয় এবং তারপরেই পা যেখানে ছিল সেখানেই রয়ে যাচ্ছে।'

তিনি আরও যোগ করেন, 'মিচেল স্টার্ক কিন্তু বিরাট কোহলিকে আউট করার সেট আপটা দারুণ করেছিল। এক ওভার আগেই বিরাট বেশ কয়েকটা বল ছেড়ে দেয়, ওই সব বলই কিন্তু অফস্টাম্পে ছিল। তারপর লাঞ্চের আগে শেষ ওভারে দূরের দিকে একটা বল করে, তাতেই বিরাট খেলব না ছাড়ব, সেই নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে যায়। বিরাট নিঃসন্দেহও ওর শটে নিজেই খুব হতাশ হবে।'

বিরাট কোহলি এই সিরিজ়ের প্রথম টেস্টে পারথে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে তারপর থেকে আর তেমন রানই পাননি তিনি। তিনবার তো দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি তিনি। অপরদিকে, রোহিত শর্মা, ভারতীয় অধিনায়ক মাত্র ৬.২০ গড়ে পাঁচ ইনিংসে ৩১ রান করেছেন। ঘরের হোক বা বাইরে, তাঁর ব্যাটিং ব্যর্থতা অব্যাহত। নাগাড়ে দুই তারকার এহেন পারফরম্যান্সের পরেই তাঁদের দলে সুযোগ পাওয়াটা কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে কিন্তু সবমহল থেকেই প্রশ্ন উঠছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: 

Continues below advertisement
Sponsored Links by Taboola