মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত। যে কারণে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হয়েছে পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাক ভূখণ্ডে যাচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)? জোর জল্পনা শুরু হয়েছে।

চূড়ান্ত হয়ে গিয়েছে সূচি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেল নিয়ে দীর্ঘ টালবাহানার পরে অবশেষে রাজি হয়েছে টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তান। সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয়েছে যে, টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। বাকি ম্যাচ হবে পাকিস্তানে। ভারত সেমিফাইনালে উঠলে খেলবে দুবাইয়ে। ফাইনালেও যদি ভারত ওঠে, খেলা হবে মরুশহরেই।

তবে, ভারতীয় দল পাকিস্তানে খেলতে না গেলেও রোহিত শর্মাকে হয়তো সে দেশে যেতে হবে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ভারত অধিনায়ক সেখানে উপস্থিত থাকতে পারেন। এ ব্যাপারে কী জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড?

ভারতীয় বোর্ড পাকিস্তানে খেলতে যাবে না বলে অনড় ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রথম থেকেই হাইব্রিড মডেলের বিরোধিতা করা হয়েছিল। পরে অবশ্য আইসিসি-র মধ্যস্থতায় হাইব্রিড মডেলে খেলতে রাজি হয় পাকিস্তান। ঠিক হয়েছে, ভারতীয় খেলবে দুবাইয়ে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। এমনকী মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভারত তাদের প্রস্তুতি ম্যাচও মরুদেশেই খেলবে।

তবু কেন পাকিস্তানে যেতে পারেন রোহিত? ঘটনা হচ্ছে, যে কোনও আইসিসি টুর্নামেন্টের আগে সব দলের অধিনায়ককে নিয়ে প্রথামাফিক ফটোশ্যুটের আয়োজন হয়। ট্রফি নিয়েও সব দলের অধিনায়কেরা ফটোসেশন করেন। সাংবাদিক সম্মেলন করেন অধিনায়কেরা। সেখানেই উপস্থিত থাকতে পারেন রোহিত। আর সেক্ষেত্রে ক্রিকেট কেরিয়ারে প্রথমবার পাকিস্তানে পা রাখবেন রোহিত। 

আরও পড়ুন: ওজন কমাতে দৌড়চ্ছেন রোহিত, ভারতীয় দলে জায়গা বাঁচাতে খেলবেন রঞ্জি ট্রফিতে?

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, 'প্রথমে দল ঘোষণা করা হোক। তারপর আমরা এই বিষয়টা দেখব। এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।' তবে শোনা যাচ্ছে, রোহিতকে পাকিস্তানে পাঠানো হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা হতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি। তখনই হয়তো ভারত অধিনায়ককে পাকিস্তানে পাঠানো হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন: ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুরু গম্ভীরের?