বার্বাডোজ: ভারতীয় দলের দুই সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার তথা তারকা। একজন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয়ের পরে সাক্ষাৎকারেই মাঠেই জানিয়ে দিয়েছিলেন তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চলেছেন। তিনি বিরাট কোহলি। ঠিক কয়েক মিনিটের ব্যবধান। বিরাটের পথে হেঁটেই বিশ্বজয়ের পরেই আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটকে বিদায় জানালেন সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)।


'এটাই আমারও শেষ ম্যাচ ছিল', বিশ্বজয়ের পরেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রোহিত শর্মা। তিনি যোগ করেন, 'আমি যবে থেকে এই ফর্ম্যাটটা খেলা শুরু করেছি, তবে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এটাই এবার বিদায় জানানোর সেরা সময়। এটাই, এই কাপ জিততেই আমি চেয়েছিলাম।' এরপরেই মহতারকাকে করতালির মাধ্যমে গোটা মিডিয়ারুম বাহবা জানায়।


 



 


রোহিত কিন্তু বিশ ওভারের আন্তর্জাতিক ফর্ম্যাটকে বিদায় জানাচ্ছেন একেবারে শীর্ষে থেকেই। তিনি ম্যাচের বিচারে (১৫৯) সবার আগে তো ছিলেনই। দুরন্ত বিশ্বকাপের পর রানের বিচারেও বাবর, বিরাটকে পিছনে ফেলে আপাতত শীর্ষে। ১৪০.৮৯ স্ট্রাইক রেট ও ৩২.০৫ গড়ে রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৪২৩১ রান করেছেন। সর্বাধিক পাঁচটি শতরান হাঁকানোর রেকর্ডও (যুগ্মভাবে) তাঁরই দখলে। তবে আর নয়, এবার বর্ণময় আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ইতি টানলেন 'হিটম্যান'। তাও আবার অধিনায়ক হিসাবে বিশ্বখেতাব জিতে।


যদিও এটা রোহিতের প্রথম বিশের বিশ্বকাপ জয় নয়। তিনি ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতের বিশ্বজয়ী দলের অংশ ছিলেন। তবে অধিনায়ক হিসাবে এটাই তাঁর প্রথম আইসিসি ট্রফি জয়। দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। এই জয়ের সুবাদে বিশের ফর্ম্যাটের ফাইনালে অধিনায়ক রোহিতের ১০০ শতাংশ জয়ের রেকর্ড অব্যাহত থাকল।


আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচটি ফাইনালই জিতেছেন অধিনায়ক রোহিত। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও। এছাড়া নিদহাস ট্রফি জয়ও রয়েছে তাঁর সিভিতে। এবার নাগাড়ে অষ্টম ফাইনাল জিতে বিশ ওভারের ফর্ম্যাটকে বিদায় জানালেন তিনি। তাঁর নেতৃত্বেই প্রথম দল হিসাবে অপরাজিত থেকে বিশের বিশ্বকাপ ঘরে তুলল টিম ইন্ডিয়া। রোহিতের বিদায়ে যে এক যুগের অবসান ঘটল, তা বলাই বাহুল্য।


আরও পড়ুন: 'অভিশপ্ত' ক্যারিবয়ানেই 'শাপমোচন', কোহলির থেকে ট্রফি হাতে পেয়েই উচ্ছ্বাসে ভাসলেন কোচ দ্রাবিড়