হায়দরাবাদ: সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আজকাল সানিয়া মির্জার (Sania Mirza) নতুন জীবনের জল্পনার খবর দেখা যাচ্ছে। সেই জল্পনা অনুযায়ী ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামির সঙ্গে নাকি নিজের বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। এরই মাঝে সম্প্রতি হজ যাত্রায় গিয়েছিলেন সানিয়া। সেই যাত্রা থেকে দেশে ফিরে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা পেলেন টেনিস কিংবদন্তি।


আধ্যাত্মিক যাত্রায় সানিয়ার সঙ্গে তাঁর পরিবারও গিয়েছিল। সানিয়ার বাবা ইমরান মির্জা, মা নাসিমা মির্জা, বোন আনম এবং ভগ্নীপতি আসাউদ্দিন তাঁর সফরসঙ্গী ছিলেন। এবার হজ সেরে দেশে ফিরল গোটা পরিবার। সোশ্যাল মিডিয়ায় সানিয়ার মা নাসিমা মির্জা একটি ছবি শেয়ার করেন। সেখানে গোটা মির্জা পরিবারকে বিমানবন্দরে দেখা যায়। তাঁদের গলায় ছিল ফুলের মালা।


 






তবে ছবিটি মুম্বই না হায়দরাবাদ বিমানবন্দের তোলা, সেটা সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বোঝা দায়। সানিয়ার মা নাসিমা কেবল পোস্টটির ক্যাপশনে দেশে ফেরার বিষয়েই জানান। তিনি ছবির ক্যাপশনে লেখেন, 'হজ মুবারক এবং দেশে স্বাগত।' নাসিমা দেশে ফেরার ছবিটি শেয়ার করলেও, সানিয়াসমেত গোটা মির্জা পরিবারই পবিত্র হজ যাত্রার একাধিক ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। আনম তো এই সফরকে নিজের জীবনের সেরা সফরও বলেন।


 






এই সফরে আবার মির্জা বোনদের সঙ্গে প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খানকেও (Sana Khan) দেখা যায়। তাঁদের এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সানা এই বছরের শুরুর দিকেই হজ যাত্রায় গিয়েছিলেন। সম্ভবত মির্জা পরিবারের সঙ্গে ফের একবার তিনি সম্ভবত পবিত্র যাত্রায় করেছিলেন বলে জল্পনা।


 



মির্জা পরিবারের সঙ্গে সানা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: মহম্মদ শামির সঙ্গে বিবাহের জোর জল্পনার মাঝেই বলিউড তারকার সঙ্গে সানিয়া মির্জার ছবি ভাইরাল