বেঙ্গালুরু: ঘাড় ও কাঁধে ব্যথার জেরে বেঙ্গালুরুতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs NZ 1st Test) খেলতে পারেননি শুভমন গিল (Shubman Gill)। সিরিজ়ের দ্বিতীয় টেস্টেও কি তিনি মাঠে নামতে পারবে না? কেমন রয়েছেন গিল? প্রথম টেস্টের পরেই অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) গিলের ফিটনেস আপডেট দিলেন।


রোহিত প্রথম টেস্ট শেষের পর সাংবাদিক সম্মেলনে বলেন, 'শুভমন গিল বর্তমানে তো ঠিকঠাকই রয়েছে। ও ফিট বলে মনে হচ্ছে।' গিল ম্যাচে খেলেননি বটে, তবে বেঙ্গালুরু টেস্ট চলাকালীনই একাধিকবার তাঁকে ভারতীয় নেটে অনুশীলন করতে দেখা যায়। এই ছবি প্রমাণ করে দেয় গিল এখন আগের থেকে অনেকটাই ফিট হয়েছেন। 


শুভমনের পাশাপাশি ভারতীয় দলের আরেক তরুণ তুর্কি ঋষভ পন্থের (Rishabh Pant) ফিটনেস নিয়েও উদ্বেগ রয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন কিপিং করার সময় রবীন্দ্র জাডেজার বল পন্থের পায়ে লাগে। তারপরেই মাঠ ছাড়তে হয় তারকা কিপার-ব্যাটারকে। পরে তিনি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলেও, কিপিং করেননি। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা কি সম্ভব?


রোহিত জানান পন্থের পায়ে বড় অস্ত্রোপ্রচার হয়েছে। এছাড়াও একাধিক ছোট ছোট অস্ত্রোপ্রচার হয়েছে। কিপিং করার সময় যেহেতু বারংবার উঠতে, নামতে হয়, তাই পায়ের ওপর চাপ পড়ে। এত বড় অস্ত্রোপ্রচার হওয়ার পর পন্থকে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় দল, সেই কারণেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়।  


'ওর পায়ে এক বড় অপারেশন হয়েছে এবং ওকে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, তা আমরা সকলেই জানি। তাই ওকে একটু দেখেশুনে রাখতে হয়। ব্যাটিং করার সময়ও তো ও দৌড়তে পারছিল না ঠিকঠাক, খালি বড় শট মারার চেষ্টা করছিল। বিগত দেড় বছরে পায়ে একাধিক ছোট ছোট এবং এক বিরাট বড় অস্ত্রোপ্রচার হয়েছে ওর। তাই ওর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। কিপিং করার সময় বারংবার উঁচু নীচু হতে হয়, হাঁটুতে চাপ পড়ে। তাই আমাদের মনে হয়েছিল ওর জন্য সাজঘরে থেকে বিশ্রাম করে পরের ম্যাচে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামাটাই শ্রেয় হবে।' জানান ভারতীয় অধিনায়ক।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধোনি নয়, IPL নিলামের আগে CSK-কে আনক্যাপড হিসাবে অন্য এক তারকাকে রিটেন করার পরামর্শ অশ্বিনের