মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয়ের পরই রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন। কুড়ির ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন হিটম্য়ান। কিন্তু হঠাৎ টি-টোয়েন্টি থেকে রোহিতের অবসরের সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। ছন্দে ছিলেন। ওপেনিংয়ে নেমে ধুমধারাক্কা ব্যাটিংও করছিলেন। কিন্তু তবুও হঠাৎ সরে দাঁড়ালেন। রোহিত নিজেও পরে একবার বলেছিলেন যে তিনি নিজেই মাঝে মাঝে ভুলে যান যে তিনি আর কুড়ির ফর্ম্যাটে জাতীয় দলের সদস্য নন। 


২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলেরও সদস্য ছিলেন হিটম্য়ান। চলতি বছর ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছিলেন ভারতীয় দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের অধিনায়ক। তিনি বলেন, ''টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কারণ আমার মনে হয়েছে এই খেলায় আমার সময় ফুরিয়ে গেছে। আমি টি টোয়েন্টি ক্রিকেট খেলতে ভালোবাসি। ১৭ বছর ধরে খেলেছি এবং ভালো খেলেছি। যখন আপনি বিশ্বকাপ জেতেন, সেটাই আপনার সঠিক সময় সরে দাঁড়ানোর। এটাই সঠিক সময় ছিল সরে দাঁড়িয়ে অন্যকিছু করার। ভারতে এখন অনেক তরুণ ক্রিকেটাররা আছে যারা দেশের জন্য ভাল খেলতে পারবে।''


হিটম্য়ান আরও বলেন, ''আমি চাইলে এখনও ক্রিকেটের তিন ধরণের ফরম্যাট খেলতে পারি। আমি মনে করি মনের ফিটনেসই আসল ও আপনি সেটাকে কিভাবে প্রশিক্ষণ দেবেন সেটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি সবকিছুই মনের ওপর নির্ভর করে। আমার নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে কারণ আমি জানি আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারি।''


অধিনায়ক হিসেবে নতুন এক কাণ্ড ঘটিয়েছেন কানপুরে রোহিত। কানপুরের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। খেলার রেকর্ড, পরিসংখ্যান ও বিশেষজ্ঞরাও তেমনই বলে থাকেন। কিন্তু রোহিত শর্মা টস জিতে এই গ্রিন পার্কেই সবাইকে চমকে দিয়ে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত ৬০ বছরে কোনও ভারত অধিনায়ক এমনটা করেননি কখনও। শেষবার ১৯৬৪ সালে প্রয়াত মনসুর আলি খান পতৌদি টস জিতে গ্রিন পার্কে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেবার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। এবার ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এছাড়াও গত ৯ বছরে ঘরের মাঠে প্রথমবার টস জিতে আগে ফিল্ডিং করছে টেস্টে ভারত। এর আগে ২০১৫ সালে চিন্নাস্বামীতে দক্ষিণ আফ্রিকার বিরদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি।