বার্বাডোজ: চোখে জল। কিন্তু ক্যামেরা তাঁর দিকে ফোকাস করছে বারবার। মুখ ঢাকতে ঢাকতে সবার মাঝখান থেকে চলে গেলেন পিচের কাছে। একেবারে একাকী তিনি তখন। আকাশের দিকে বারকয়েক তাকালেন। কার কথা মনে করছিলেন কেই বা জানে। হঠাৎ বসে পড়লেন পিচের ওপরই। অর্ধের হাঁটু গেড়ে বসে পিচের থেকে আচমকাই ঘাস ছিড়লেন, আর তা মুখে ঢুকিয়ে দিলেন। আরে, এ তো আইকনিক সেলিব্রেশন। এর আগেও ক্রীড়াজগতে এমন সেলিব্রেশনের জন্য বিখ্যাত হয়ে আছেন টেনিসের কিংবদন্তি নোভাক জকোভিচ। উইম্বলডন জিতে এভাবেই কোর্টের ঘাস ছিড়ে তার স্বাদ চেখে দেখেন জোকার। যা ক্রীড়াক্ষেত্রের অন্যতম আইকনিক সেলিব্রেশনের তবে কি তাঁকেই নকল করলেন রোহিত?
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনদিন কেটে গিয়েছে। এখনও যদিও ওয়েস্ট ইন্ডিজেই রয়েছে গোটা দল। ঘূর্ণিঝড়ের জন্য বিমান ধরতে পারেনি দল। এরমধ্য়েই রোহিতের কাছে প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল যে হঠাৎ করে এমন সেলিব্রেশনের ভাবনা মাথায় এল কীভাবে? আগে থেকেই কি ভেবে রেখেছিলেন? রোহিত অবশ্য জানিয়ে দিলেন যে কোনও আগে থেকে পরিকল্পনা ছিল না। পুরোটাই সেই মুহূর্তের ভাবনা। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলেন, ''এটা কোনও সাজানো ছিল না। আমি আগে থেকে কোনও পরিকল্পনাও করিনি এই নিয়ে। এটা হঠাৎ করেই হয়ে গিয়েছে। আমি মুহূর্তটা উপভোগ করছিলাম। ওই পিচ আমাদের বিশ্বকাপ ট্রফি দিয়েছিল। আমরা ওই নির্দিষ্ট পিচেই খেলেছিলাম। আর ওই নির্দিষ্ট মাঠই আমাদের বিশ্বকাপ এনে দিয়েছিল। ওই মাঠ, ওই পিচ আমি সারাজীবন মনে রাখব। তাই আমার নিজের সঙ্গে তার কিছুটা অংশ নিয়ে যেতে চাইছিলাম। এই মুহূর্তগুলো ভীষণ ভীষণ স্পেশাল। আর ওখানেই আমাদের স্বপ্নপূরণ হয়েছিল।''
গত ২৯ জুন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন রোহিত শর্মা। এর আগে কপিল দেব ও মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপ জিতেছিলেন অধিনায়ক হিসেবে।