মুম্বই: দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে, রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী রীতিকা সাজদেহ (Ritika Sajdeh) অন্তঃসত্ত্বা। নভেম্বর মাসেই তাঁদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাওস্কর ট্রফির শুরুর দিকে রোহিতের খেলা নিয়েও সংশয় রয়েছে। বলাবলি হচ্ছে, পারথে প্রথম টেস্টে খেলবেন না রোহিত। গোটা ভারতীয় দল যেখানে অস্ট্রেলিয়ায় পৌঁছে কসরত শুরু করে দিয়েছে, রোহিত রয়ে গিয়েছেন মুম্বইয়ে। সেখানেই তাঁর প্রস্তুতি নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।


আর তারই মাঝে শুক্রবার রাতে জল্পনা ছড়িয়ে পড়েছে যে, রোহিত ও তাঁর স্ত্রী রীতিকার পুত্রসন্তান হয়েছে। যদিও রোহিত নিজে বা রীতিকা এমন কোনও খবর বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। সাম্প্রতিক সময়ের ট্রেন্ডই হল সেলিব্রিটিরা সন্তান জন্মানোর সুখবর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটা পর্যন্ত অন্তত রোহিত বা রীতিকার তরফে এমন কোনও পোস্ট আসেনি।


তবু সোশ্যাল মিডিয়া সরগরম। বিভিন্ন সংবাদপত্রেও রোহিতের পুত্রসন্তান হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, রোহিত ও রীতিকার পুত্রসন্তান হয়েছে। মুম্বইয়ের এক হাসপাতালেই নাকি পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন তারকা দম্পতি।


অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপ জেতার পরই ক্রিকেটের এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান। তবে ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক রয়ে গিয়েছেন রোহিতই।


সামনেই অস্ট্রেলিয়ার মাটিতে অগ্নিপরীক্ষা ভারতের। অজি ভূমে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাওস্কর ট্রফি খেলবে টিম ইন্ডিয়া। আগের দুবার অস্ট্রেলিয়ার মাটি থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছে ভারত। এবার হ্যাটট্রিকের হাতছানি।


আর সেই সিরিজের শুরুর দিকে রোহিতকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ঠিক যেভাবে আগের অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে। সেই সময় বিতর্কও হয়েছিল বিস্তর। যদিও সেই সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত।


আরও পড়ুন: হাতে ৭ উইকেট, আর ১৮৮ করলেই বাংলা-বধ মধ্য প্রদেশের, অলৌকিক কিছু ঘটবে?


কোহলির সেই অভিজ্ঞতাই হতে চলেছে রোহিতের। তবে তাঁর পুত্রসন্তানের জন্ম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে থাকলে রাতারাতি অস্ট্রেলিয়াগামী বিমানে রোহিতের উঠে পড়াটা অবাক হওয়ার মতো কিছু নয়।


আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে 'অবৈধ' স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।