বিশাখাপত্তনম: তিনি এখন আর দলের অধিনায়ক নন। কিন্তু তাঁর সিদ্ধান্তই এখনও একবাক্যে মেনে নেন দলের বাকি ক্রিকেটাররা। ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে ম্য়াচে রোহিত শর্মার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে রোহিত শর্মা কুলদীপ যাদবকে বোলিং এন্ডে ফিরে বল করার জন্য ধমক দিচ্ছেন। আসলে পুরোটাই মজার ছলে। ঠিক কী হয়েছিল?

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ৪৩ তম ওভারে কুলদীপ আক্রমণে আসেন সেই সময় লুঙ্গি এনগিডি ব্যাটিং করছিলেন। কুলদীপের একটি বল এনগিডির পায়ে লাগে। সেই সময় কুলদীপ, ক্যাপ্টেন রাহুল ও স্লিপে দাঁড়ানো রোহিত তিনজনই আবেদন করেন লেগবিফোরের। কিন্তু আম্পায়ার তা নাকচ করে দেন। এরপর আরও একবার এমনটা হয়, সেই সময়ও কুলদীপ আবেদন জানান। কিন্তু ফের নাকচ করেন আম্পায়ার। কুলদীপ আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে রাহুলের কাছে এসে ডি আর এস নেওয়ার জন্য বারবার আর্জি জানাতে থাকেন ভারত অধিনায়ক উইকেট কিপার হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন চলতি সিরিজে। তিনি হয়ত বুঝতে পারছিলেন যে বল প্য়াডে লাগবে না। তাই রাহুল ডি আর এস নিতে চাননি। কিন্তু কুলদীপ জোর করতে থাকেন। পাশে দাঁড়ানো রোহিত তখন ধমক দিয়ে কুলদীপকে বোলিং এন্ডে ফিরে যেতে বলেন ও বল করতে বলেন। হিটম্য়ানের কথা ফেলার সাহস দেখাতে পারেননি চায়নাম্য়ান। মুহূর্তেই হাসির রোল ওঠে মাঠে।

Continues below advertisement

এদিকে, রাঁচিরাইপুরে শতরান হাঁকানোর পর বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৪০ বলে অর্ধশতরান করলেন তিনি, ৪৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন তিনি। তিন ম্যাচে মোট ৩০২ রান করে সিরিজ় সেরা হলেন 'কিং'। এই নিয়ে ২০ নম্বর বার আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ় সেরা হলেন কোহলিসচিনকে পিছনে ফেলে এই তালিকায় সর্বকালীন রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি। বিশাখাপত্তনমে এই নিয়ে অষ্টম ইনিংসে তৃতীয় অর্ধশতরানও এল তাঁর ব্যাট থেকে। এই মাঠেই তিনটি শতরানসহ তিনি মোট ৬৫২ রান করেছেন, ১০৮-র অধিক গড় এবং ১০৩.৪৯ স্ট্রাইক রেটে। এত গড়ে কোনও মাঠে এর থেকে অধিক রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই।

সব মিলিয়ে বলা চলা এই সিরিজ় কোহলির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্নেরই উত্তর দিয়ে গেল। কিন্তু কোহলি নিজে কী বলছেন? ম্যাচ শেষে সিরিজ়সেরার পুরস্কার নিতে এসে বিরাটকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে এই সিরিজ়ে আমি যেভাবে ব্যাটিং করেছি, এটাই আমার জন্য সবথেকে বেশি সন্তুোষের। বিগত দুই, তিন বছরে এই ধরনের ক্রিকেট খেলেছি বলে আমার মনে হয় না। আমার খেলাটা একেবারে ঠিকঠাক হচ্ছে। এই ফর্মটা ধরে রাখারই তো সবসময় চেষ্টা করে এসেছি আমি।''