বার্বাডোজ: হার্দিক পাণ্ড্যর শেষ বলের সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। মাঠ চাপড়ে জয়ের উচ্ছ্বাসে ভাসলেন তিনি। বিগত বছর খানেকে দুই দুইবার আইসিসি ট্রফি হাতছাড়া করার পর বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অধিনায়ক রোহিত শর্মার জন্য ঠিক কী, তা ভারতীয় ক্রিকেটের খোঁজ খবর রাখা সকলেই জানেন। জয়ের পরেই অভিনব উপায়ে রোহিতের সেলিব্রেশন চলল।


নোভাক জকোভিচকে উইম্বলডন জয়ের পর অল ইংল্যান্ড ক্লাবের কোর্ট থেকে ঘাস ছিঁড়ে মুখে পুড়তে দেখা গিয়েছিল। অনেকটা সেই ভঙ্গিমায় বার্বাডোজের কেনজিংটন ওভালের ২২ গজ থেকে ফাইনাল শেষে খানিক মাটি তুলে নিলেন রোহিত। পুড়লেন মুখে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আইসিসি উক্ত ভিডিওর ক্যাপশনে লেখে, 'চিরস্মরণীয় করে রাখার প্রয়াস।'


 






রোহিত কিন্তু এখানেই থামেননি তিনি কেনজিংটন ওভালে টিম ইন্ডিয়ার জয়ের পর ভারতীয় পতাকাও মাটিতে পুঁতে দেন। ৪১ বছর আগে যে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ভারতীয় দল প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। সেই ওয়েস্ট ইন্ডিয়ানভূমেই ১১ বছরের আইসিসি ট্রফি জয়ের খরা কাটাল টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জয়কে চিরস্মরণীয় করে রাখার জন্য, ভারতই যে চ্যাম্পিয়ন, তা বোঝানোর জন্যই সম্ভবত রোহিত এমনটা করেন।


 






ঘটনাক্রমে, এটাই রোহিতের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও ছিল। সাংবাদিক সম্মলনে বিশ্বজয়ী অধিনায়ক এরপরেই আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন। 'এটাই আমারও শেষ ম্যাচ ছিল', বিশ্বজয়ের পরেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রোহিত শর্মা। তিনি যোগ করেন, 'আমি যবে থেকে এই ফর্ম্যাটটা খেলা শুরু করেছি, তবে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এটাই এবার বিদায় জানানোর সেরা সময়। এটাই, এই কাপ জিততেই আমি চেয়েছিলাম।' এরপরেই মহতারকাকে করতালির মাধ্যমে গোটা মিডিয়ারুম বাহবা জানায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'ও দায়িত্ব নিলে...' দ্রাবিড় পরবর্তী জমানায় কে হবেন ভারতীয় কোচ? পূর্বাভাস দিলেন বোর্ড সভাপতি