মুম্বই: টেস্ট ক্রিকেটে সাফল্য পেতে হলে আরও বেশি করে বিরাট কোহলিকে (Virat Kohli) লাল বলের ক্রিকেট খেলার পরামর্শ দিলেন সঞ্জয় মঞ্জরেকর। ভারতীয় দলে (Indian Cricket Team) কোহলির সতীর্থ চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) উদাহণ টেনে এনেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মঞ্জরেকর। তিনি বলেন, ''কোহলিকে আমি বলব আরও বেশি করে লাল বলের ম্য়াচ খেলতে। জুন মানে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে ভারতীয় দল। অন্যদিকে এপ্রিলে কাউন্টি ক্রিকেট শুরু হতে চলেছে। আমি বলব কোহলিকে পূজারার মতই কাউন্টি ক্রিকেট খেলতে। সেক্ষেত্রে বেশ কয়েকটি ম্য়াচ প্র্যাকটিস পেয়ে যাবে ওঁ। টেস্ট সিরিজে বিরাটের পারফরম্য়ান্স বেশ উল্লেখযোগ্য হতে চলেছে।''
অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে বিরাটের শুরুটা এবার ভালই হয়েছিল। পারথে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই শতরান হাঁকান তিনি। কিন্তু এরপরই পরপর চারটে টেস্টের আট ইনিংসে ব্যর্থতা সঙ্গী। মঞ্জরেকর বলছেন, ''বিরাটের যা ফর্ম তা ভারতীয় দলের জন্য আসন্ন সিরিজে কিন্তু চিন্তার কারণ হতে পারে বড়সড়। এর আগেও ওঁ যেই সমস্যায় ভুগছিল, এবারও ঠিক সেই একই সমস্যায় ভুগছে। এই পরিস্থিতিতে কাউন্টি ক্রিকেটই বিরাটের জন্য একেবারে আদর্শ হতে পারে।''
এদিকে, প্রথমে ঠিক ছিল যে রঞ্জি ট্রফিতে খেলবেন কোহলি। কিন্তু তিনি বোর্ডের মেডিক্যাল টিমকে জানিয়ে দিয়েছেন যে রঞ্জি ট্রফিতে আগামী ম্য়াচে দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। বিরাট তাঁর না খেলার কারণ হিসেবে জানিয়েছেন ঘাড়ে ব্যথার কথা। গত বর্ডার গাওস্কর ট্রফিতে একটি শতরান ছাড়া গোটা সিরিজে ব্যাট হাতে ব্যর্থতাই সঙ্গী হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। বোর্ডের মেডিক্যাল টিমকে এই খবর জানিয়েছেন বিরাট। তাঁকে ইঞ্জেকশন নিতে হচ্ছে বলেও জানানো হয়েছে কোহলির তরফে। উল্লেখ্য়, দিল্লির রঞ্জিকে পরের ম্য়াচ আগামী ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিরুদ্ধে। সেই ম্য়াচে অবশ্য দিল্লি দলের জার্সিতে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে। তবে বিরাটের না খেলার বিষয়টা নির্বাচকরা কীভাবে নেন, সেটাই দেখার। কারণ আজ ১৮ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হওয়ার কথা। অন্যদিকে কে এল রাহুল জানিয়েছেন তাঁর কনুইয়ে চোট রয়েছে। তাই কর্ণাটকের জার্সিতে দেখা যাবে না এই তারকা ব্যাটারকে। কর্ণাটকের পরের ম্য়াচ পাঞ্জাবের বিরুদ্ধে। এদিকে পন্থের মতই রঞ্জিতে খেলবেন শুভমন গিল, রবীন্দ্র জাডেজারা।