করাচি: দুজনেই ক্রিকেট মাঠে বিতর্কিত চরিত্র। দুজনেই দেশের জার্সিতে অসামান্য সাফল্য পেয়েছেন। আবার দুজনেই একে অপরের সঙ্গে বারবার মাঠে ঝামেলায় জড়িয়েছেন নিজেদের ক্রিকেট কেরিয়ারে। ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ মানেই আলাদা করে একটা অধ্যায় উল্লেখ করতেই হয় শাহিদ আফ্রিদি (Shahid Afridi) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ডুয়েল নিয়ে। ২০০৭ সাল থেকে যা শুরু হয়েছিল। পরবর্তীতে ক্রিকেট ছাড়ার পরও বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছেন। ২২ গজের টক অফ দ্য টাউন ২ দেশের এই দুই ক্রিকেট তারকাকে যদিও লেজেন্ডস ক্রিকেট লিগে খোশমেজাজে দেখা গিয়েছিল। নিজের অটোবায়োগ্রাফিতেও গম্ভীরের সঙ্গে লড়াই প্রসঙ্গে মুখ খুলেছিলেন প্রাক্তন পাক অলরাউন্ডার। এবার আরও একবার বোমা ফাটালেন
২০০৭ সালে ভারত-পাকিস্তান ম্য়াচের ২০ তম ওভারে সিঙ্গল নিতে গিয়েছিলেন গম্ভীর। সেই সময় আফ্রিদির সঙ্গে পিচেই ধাক্কাধাক্কি হয় বর্তমান ভারতীয় দলের কোচের। উত্তপ্ত বাক্যালাপও হয় ২ তারকার। যদিও অনফিল্ড আম্পায়ার ইয়ান গোল্ড এগিয়ে এসে সাময়িকভাবে সেই ঝামেলায় ইতি টেনেছিলেন। তবে তার রেশ চলেছিল পরের এক দশক ধরে। সম্প্রতি জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ''শুধু আমার সঙ্গে নয়। গম্ভীরের সঙ্গে ঝামেলা হয়েছিল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া প্রত্যেক দেশের প্লেয়ারদের। কিন্তু আমার আর গম্ভীরের ঝামেলাটাই বারবার মিডিয়াতে হাইলাইট করে দেখানো হত।''
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক তারকা আরও বলেন, ''গম্ভীর কেকেআরের অধিনায়ক হিসেবে আইপিএলে জিতেছে। কেকেআরের মেন্টর হিসেবে আইপিএল জিতেছে। কিন্তু এবার অনেক বড় দায়িত্ব। জাতীয় দলের কোচের চেয়ারে ওঁ। আমার মনে হয় সবারই একটু সময় লাগে পুরো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। ওঁরও হয়ত সময় লাগবে।''
গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের টেস্টে সাফল্য বলতে শুধু বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে জয়। এরপর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধএ তিন ম্য়াচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরপরই গম্ভীরকে টেস্টে ভারতীয় দলের কোচের পদ থেকে সরানোর দাবি উঠেছিল। বর্ডার গাওস্কর ট্রফিতে পারথে যদিও ভারত জয় দিয়ে অভিযান শুরু করেছিল বুমরার নেতৃত্বে। কিন্তু ফের অ্য়াডিলেডে হার। কিছুটা চাপ কিন্তু নিঃসন্দেহে বাড়বেই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।