ঢাকা: তাঁকে বাংলাদেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার বলে মনে করেন অনেকেই। তবে ২২ গজের বাইরে শাকিব আল হাসান বারংবার বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি বাংলাদেশের তারকার বিরুদ্ধে খুনের মামলাও দায়ের করা হয়েছে। এর জেরেই তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই সবের মাঝেই দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।


এক আবেগঘন পোস্টে শাকিব দেশের রাজনৈতিক অস্থিরতায় নীরব থাকার জন্য বাংলাদেশবাসীর কাছে ক্ষমা চান। তিনি লেখেন, 'আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সকল আত্মত্যাগকারী ছাত্রদের, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা এবং সমবেদনা। যদিও স্বজন হারা একটি পরিবারের ত্যাগকে কোন কিছুর বিনিময়ে পূরণ করা সম্ভব না। সন্তান হারানো কিংবা ভাই হারানোর বেদনা কোন কিছুতেই পূরণযোগ্য নয়।'


এই অস্থিরতার মাঝেও তাঁর নীরব থাকায় যারা আহত হয়েছেন, তাঁদের রাগ, অভিমানটাও যথোপযুক্ত বলে মেনে নেন শাকিব। 'এই সংকটকালীন সময়টাতে আমার সরব উপস্থিতি না থাকায় আপনারা যারা ব্যথিত হয়েছেন বা কষ্ট পেয়েছেন তাদের অনুভূতির জায়গাটার প্রতি আমার শ্রদ্ধা এবং এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো এভাবে মনঃক্ষুণ্ন হতাম।'


শাকিব দিনকয়েক আগেই জানিয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান। শাকিবের মতে সমর্থকদের ছাড়া তাঁর এই সফরের তেমন কোনও সার্থকতা নেই। তাই ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশবাসীর কাছে আর্জিও জানিয়েছেন তারকা ক্রিকেটার। শাকিবের অনুরোধ তাঁর বিদায়ী ম্যাচে যেন সমর্থকরা মাঠে উপস্থিত থাকেন, যেন তাঁরা তাঁর পাশে থাকেন। সমর্থকরা শেষ লগ্নে যেন তাঁর থাকবেন, এটা তাঁর বিশ্বাসও বটে। 


'এই ক্রিকেটের এই গোটা গল্পটা আপনাদের হাতেই লেখা! তাই আমার শেষ ম্যাচে, এই গল্পের শেষ অধ্যায়ে, আমি আপনাদেরকে পাশে চাই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে বিদায় নিতে চাই। বিদায়বেলায়, সেই মানুষগুলোর হাতে হাত রাখতে চাই, যাদের হাতের তালি আমার ভালো খেলতে বাধ্য করেছে। বিদায়বেলায়, সেই মানুষগুলোর চোখে চোখ রাখতে চাই, আমার ভালো খেলায় যাদের চোখ আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। আবার আমার খারাপ খেলায় যাদের চোখ ছলছল করেছে। আমি আশা করি, শুধু আশা না বিশ্বাস করি –এই বিদায় বেলায় আপনারা সবাই আমার সাথে থাকবেন। সবাই সাথে থেকে সেই গল্পের ইতি টানবেন, যে গল্পের নায়ক –আমি নই, আপনারা!' লেখেন শাকিব।





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





আরও পড়ুন: ব্যক্তিগত ক্ষতি, রতন টাটার প্রয়াণে শোকজ্ঞাপন সৌরভের, শেষ সম্মান জানাতে ছুটলেন সচিন