রাওয়ালপিন্ডি: শাকিব আল হাসান (Shakib Al Hasan), বাংলাদেশ ক্রিকেট দলের তারকা। তাঁর ক্রিকেটীয় দক্ষতা প্রশ্নাতীত। তবে নিজের গরম মেজাজের জন্যও একাধিকবার শিরোনামে উঠে এসেছেন তিনি। রবিবাসরীয় রাওয়ালপিন্ডি সাক্ষী থাকল দুইয়েরই। একদিকে যেখানে বল হাতে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ ধ্বংস করলেন তিনি। সেখানে অপরদিকে মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) দিকে বল ছুড়ে জড়ালেন বিতর্কেও।


পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্টের (PAK vs BAN 1st Test) পঞ্চম দিনে তখন বোলিং করছিলেন শাকিব। তিনি সম্পূর্ণ রান আপ নিয়ে বোলিং ক্রিজে পৌঁছে গেলেও, তখনও মহম্মদ রিজওয়ান নিজের ব্যাটিং স্টান্সই নেননি। পরিণামে ক্ষুব্ধ শাকিব অপরদিকে বল ছুড়ে দেন। কিপিং করা লিটন দাস তা দস্তানাবদ্ধ করেন বটে, তবে রিজওয়ানের গা ঘেষেই সেই বল বেরোয়। গোটা ঘটনায় মাঠে উপস্থিত সকলেই খানিক চমকে যান।


এই ঘটনা দেখে ধারাভাষ্যকার বলেন, 'এটা কী ছিল!' আরেক ধারাভাষ্যকার বলেন, 'শাকিব একেবারেই খুশি নন। রান আপ নিয়ে বল করতে আসেন, কিন্তু রিজওয়ান তৈরি ছিলেন না। মাঝেমধ্যে শাকিব কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন।' ঘটনায় আম্পায়ারকে শাকিবের সঙ্গে কথা বলে তাঁকে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। পরের বলেই রিজওয়ান এক রান নিতে সক্ষম হলে স্টাম্প মাইকে শাকিবের জোর গর্জন এবং ক্যামেরায় তাঁর প্রবল বিরক্তি ধরা পড়ে।


 






মাঠের মাঝে মেজাজ হারানো কিন্তু এই প্রথম নয়। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে তো একবার শাকিব ক্ষুব্ধ হয়ে লাথি মেরে উইকেট উপড়ে ফেলেছিলেন। সেই ঘটনায় বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হয় শাকিব। বর্তমানে আবার এক হত্যাকাণ্ডে তাঁর নাম জড়ানোয় তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্নচিহ্ন উঠছে। এই টেস্টের পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে।


তবে মাঠে এর প্রভাব পড়ল না। তিনি ফের একবার জ্বলে উঠলেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট জয় সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। আজকেই তিনি সর্বকালীন এক রেকর্ডও গড়ে ফেলেন। বাঁ-হাতি স্পিনার হিসাবে ৭০৬তম উইকেটটি নেন শাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও বাঁ-হাতি স্পিনারের দখলে এত উইকেট নেওয়ার কৃতিত্ব নেই। তবে এই রেকর্ড গড়ার দিনেও বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। 



















আরও পড়ুন: শনিবারই বাবা হয়েছেন, উইকেট নিয়ে সদ্যোজাতকে উৎসর্গ করে বিশেষ সেলিব্রেশন শাহিনের