কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচে উত্তর প্রদেশের ডেরায় গিয়ে ৩ পয়েন্ট ছিনিয়ে এনেছে বাংলা। দ্বিতীয় ম্যাচ নিজেদের ঘরের মাঠে। প্রতিপক্ষ, দুর্বল বিহার (Bengal vs Bihar)। ম্যাচ থেকে ৬ পয়েন্ট তো বটেই, বোনাস সহ সাত পয়েন্ট পাওয়াকেও পাখির চোখ করতে পারে বাংলা।
তবু ম্যাচের আগে পুরোপুরি স্বস্তিতে নেই বাংলা শিবির। বাংলা বনাম বিহার ম্যাচ ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে বাংলার কাছে প্রধান কাঁটা বৃষ্টি। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন সকালে বাংলার ক্রিকেটারেরা প্র্যাক্টিস করেন। তবে দুপুরে আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি নামে। মাঠ জল থইথই। শুক্রবার সকাল ৯টায় ম্যাচ শুরু। সময়ে ম্যাচ শুরু করা যাবে কি না, প্রবল আশঙ্কা রয়েছে।
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলছিলেন, 'সকালে রোদ উঠলে খেলা হবে। তবে সকাল ৯টায় শুরু হবে বলে মনে হয় না। ১১টায় ম্যাচ শুরু হতে পারে। আবার দুপুর ১টাতেও খেলা শুরু হতে পারে।'
বৃষ্টির জন্য প্রথম একাদশ নিয়েও কয়েকটি ধন্দ রয়েছে। মুকেশ কুমারের পরিবর্তে মোহনবাগানের পেসার রোহিত কুমারের অভিষেক নিশ্চিত। তবে ঋদ্ধিমান সাহার চোট রয়েছে। হয়তো খেলতে পারবেন না ত্রিপুরা থেকে বাংলায় ফেরা, ভারতের জার্সিতে ৪০টি টেস্ট খেলা ক্রিকেটার। ঋদ্ধিমান যদি একান্তই খেলতে না পারেন, তবে তাঁর পরিবর্তে কাকে খেলানো হবে, সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার টসের আগে। বাংলার কোচ লক্ষ্মীরতন বললেন, 'আজ প্রচুর বৃষ্টি হয়েছে। শুক্রবার সকালের পরিবেশ-পরিস্থিতি দেখে একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। পরিবেশ না বুঝে আগাম দল ঠিক করতে পারছি না।'
বৃহস্পতিবার বাংলার ড্রেসিংরুমে ছিল খুশির হাওয়া। জোড়া সেলিব্রেশন হল। কারণ, বৃহস্পতিবার ছিল উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েলের জন্মদিন। সেই সঙ্গে রয়েছে আর একটি শুভ মুহূর্ত। শুক্রবার বিহার ম্যাচ প্রথম শ্রেণির ক্রিকেটে অভিমন্যু ঈশ্বরণের শততম ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচের আগে অভিষেককে সংবর্ধনা দিলেন সতীর্থরা। অভিষেকের জন্মদিন ও অভিমন্যুর শততম ম্যাচ - দুইয়ের খুশিতে কেক কেট সেলিব্রেশন হল বৃহস্পতিবারই।
আরও পড়ুন: আইপিএল নিলামে দিল্লির টেবিলে থাকছেন সৌরভ, ২০২৭ সালে ফিরবেন ডিরেক্টর পদে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।