মুম্বই: আসন্ন রঞ্জি ট্রফির (Ranji Trophy) জন্য় মুম্বই দলের (Mumbai Cricket Team) নতুন অধিনায়ক নির্বাচিত হলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) নতুন মরশুম শুরুর আগে আচমকাই মুম্বইয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তিনি শুধু দলের সদস্য হিসেবে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। এরপরই মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে না কি জানিয়ে দেওয়া হয়েছে যে শার্দুল ঠাকুরের নেতৃত্বেই আগামী রঞ্জিতে খেলতে নামবে মুম্বই শিবির। যদিও এখনও পর্যন্ত কোনও অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্য়ম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ঠাকুরকে টিম মিটিংয়ের মধ্যে দিয়েই অধিনায়কের ব্য়াটন দেওয়া হয়েছে। এছাড়া এই ইস্যুতে রাহানের প্রতিক্রিয়াও না কি নেওয়া হয়েছে। গত কয়েকটি মরশুমে রাহানে মুম্বই শিবিরের খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন। লোয়ার মিডল অর্ডারে ৫০৫ রান করার সঙ্গে সঙ্গে ৩৫ উইকেটও নিয়েছিলেন গত রঞ্জিতে। এছাড়া দলীপ ট্রফিতে পঞ্চিমাঞ্চলের অধিনায়ক হিসেবেও দেখা যাবে শার্দুলকে।
রাহানের নেতৃত্বে মুম্বই ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্য পেয়েছে। ২০২৩-২৪ মরশুমে রঞ্জি ট্রফি জিতেছে রাহানের নেতৃত্বাধীন মুম্বই। প্রায় সাত বছর পর এই খেতাব জিতেছিল মুম্বই। এছাড়াও ২০২৪-২০২৫ মরশুমে ইরানি ট্রফিতে জেতে মুম্বই। ৩৭ পেরনো রাহানে ক্যাপ্টেন না থাকলেও তাঁর অভিজ্ঞতা দলের কাছে আসবে আসন্ন টুর্নামেন্টগুলোয়।
ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে অনেক দূরে এই মুহূর্তে রাহানে। ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দিতে চান ডানহাতি অভিজ্ঞ ব্য়াটার স্বয়ং। ভবিষ্যতের কথা ভেবেই তিনি মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন। তিনি আবেগঘন বার্তায় লেখেন, 'এই মুম্বই দলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ জেতা এবং দলের অধিনায়কত্ব করাটা আমার কাছে দারুণ সৌভাগ্যের বিষয়। নতুন মরশুম শুরু হতে চলেছে শীঘ্রই। আমার মনে হয় এটাই নতুন একজন নেতাকে গ্রুম করার একদম সঠিক সময়। সেই কারণেই আমি ঠিক করেছি যে আমি আর অধিনায়কের ভূমিকায় খেলা চালিয়ে যাব না।' তারপরেই রাহানে যোগ করেন, 'তবে আমি খেলোয়াড় হিসাবে নিজের সেরাটা দেওয়া এবং মুম্বইকে আরও সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে নিজের সফরটা চালিয়ে যাব।'
গত ইংল্যান্ড সফরের আগেও রাহানেকে ফেরানোর বিষয়ে কথা হয়েছিল। কিন্তু তিনি যে আর নির্বাচকদের ভাবনার মধ্য়ে নেই, তা পরিষ্কার করে দিয়েছেন নির্বাচকরা। এই মুহূর্তে আইপিএলে কেকেআরের জার্সিতে নেতৃত্বভার সামলাচ্চেন রাহানে।