নয়াদিল্লি: সম্প্রতি বলিউডে ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক তৈরির ধুম। আজহারউদ্দিন, মিলখা সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, মেরি কমদের নিয়ে আগেই বায়োপিক তৈরি হয়েছে। সদ্যই যুবরাজ সিংহের বায়োপিকের কথা ঘোষণা করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়েও বহুদিন ধরে কথাবার্তা চলছে। এই আবহে 'গব্বর'-র বায়োপিক হলে, সেই সিনেমায় কে অভিনয় করবেন?


গব্বর আর ক্রীড়াব্যক্তিত্ব! গব্বর তো শোলে সিনেমার বিখ্যাত ভিলেন, যে ভূমিকায় আমজাদ খান অভিনয় করেছিলেন। অনেকেই মনে করতে পারেন তাঁর সঙ্গে খেলার দুনিয়ার সম্পর্ক কোথায়। আসলে এই গব্বর আমজাদ খান নয়, বরং ভারতীয় ক্রিকেটের গব্বর, শিখর ধবন (Shikhar Dhawan)। সদ্যই ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন শিখর। সেই শিখর ধবনের বায়োপিকে কে অভিনয় করতে পারেন? সম্প্রতি শিখরকেই এক সাক্ষাৎকারে প্রশ্নটা করা হয়েছিল। তিনি কোনও রাখঢাক না করেই দুই বলিউড তারকাকে বেছে নেন।


নিজের বায়োপিক প্রসঙ্গে শিখর বলেন, 'আমার বায়োপিক যদি ভালভাবে তৈরি করা হয়, তাহলে আমি অবশ্যই ভীষণ খুশি হব। আর সেখানে আমি যদি সিনেমায় কোনওরকম অবদান দিতে পারি, তাহলে হাসিমুখেই অভিনয় করতে তৈরি। আর অন্যান্য অভিনেতাদের কথা বলা হলে আমার মনে হয় অক্ষয় (কুমার) পাজি এতে অভিনয় করলে বেশ মজা আনন্দিত হব। এমনকী রণবীর সিংহও ভাল বিকল্প হতে পারেন। ওঁর যা এনার্জি!'


নিজেদের মজাদার স্বভাব এবং ভাল আচরণের জন্য সমর্থকমহলে সুখ্যাতি রয়েছে শিখর ধবনের। তবে অবসরের পর যদি তাঁর খ্যাতি কমে যায়? ধবনকে এই প্রশ্ন করা হলে, তিনি সাফ জানিয়ে দেন যে তাঁর খ্যাতি নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। 'ক্রিকেট ছাড়লে আমার খ্যাতি কমে যাবে কেন? কে বলতে পারে, এরপর হয়তো তা আরও বেড়ে গেল। আমি মানুষের মনে রয়েছি। শুধু ক্রিকেটের জন্য নয়, আমার ইনস্টাগ্রাম রিলগুলির জন্যও কিন্তু অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছি আমি। আমার প্রতি মানুষের যে ভালবাসা রয়েছে, তা আরও বাড়বে বই কমবে না, সেই বিষয়ে আমি নিশ্চিত।' বলেন সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় ব্যাটার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'হিটম্যান'র পরিবারে আসছে নতুন সদস্য! দ্বিতীয়বার বাবা, মা হচ্ছেন রোহিত-রীতিকা?