নয়াদিল্লি: তিনি ছিলেন ছেলের ছায়াসঙ্গী। ক্রিকেট ম্যাচ না থাকলেই মেতে থাকতেন ছেলের সঙ্গে খুনসুটিতে। কখনও তাঁকে দেখা যেত ছেলের সঙ্গে জনপ্রিয় হিন্দি গানের তালে নাচছেন, কখনও ক্রিকেট খেলছেন কিংবা একই হেয়ারস্টাইলে নজর কাড়ছেন।


তবে ছেলে জোরাবরকে আর কাছে পান না শিখর ধবন (Shikhar Dhawan)। জোরাবর এখন থাকে অস্ট্রেলিয়ায়। মা আয়েশা মুখোপাধ্যায়ের (Ayesha Mukherjee) কাছে। আয়েশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে শিখর ধবনের। তবে ২৬ ডিসেম্বর দিনটি শিখরের কাছে স্পেশ্যাল। কারণ, এদিনই তাঁর ছেলে জোরাবরের জন্মদিন। ছেলে কাছে নেই। সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছাবার্তা জানালেন শিখর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পোস্ট দেখে মর খারাপ অনুরাগীদের। জোরাবরকে শুভেচ্ছাও জানালেন সকলে।


কী লিখেছেন শিখর?


জোরাবরের জন্মদিনে শিখর নিজের সঙ্গে ছেলের একাধিক ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, 'দূরত্বটা কোনও ব্যাপারই নয়। একসময় যে রকম যোগাযোগ হতো, এখন তা হয় না। তা সত্ত্বেও তুমি আমার হৃদয়েই থাকবে। তোমাকে জানাই এক বছরের পাগলামি, ভালবাসা আর খুশির শুভেচ্ছা। জোরা বেটা।' সঙ্গে দুটি ইমোজিও পোস্ট করেছেন শিখর।


 






প্রায় ২ বছর হয়ে গেল ছেলেকে কাছে পান না শিখর। ছেলের সঙ্গে যোগাযোগও বন্ধ। একবার ছেলেকে দিল্লির বাড়ি আনতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশে ছেলেকে একটি পারিবারিক অনুষ্ঠানে এনেছিলেন ধবন।