নয়াদিল্লি: টেস্ট এবং ওয়ান ডে দলের সহ-অধিনায়ক। এশিয়া কাপের আগে ভারতের টি-টোয়েন্টি দলেও ফেরানো হয়েছিল শুভমন গিলকে। শুধু তাই নয়, তাঁকে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছিল। তবে পরের পর এই ফর্ম্যাটে বড় রান করতে ব্যর্থ হয়েছেন শুভমন। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও বাদ দেওয়া হয়েছে। এই হতাশার পর এবার ঘরোয়া ক্রিকেটে খেলতে নামবেন শুভমন গিল (Shubman Gill)।
মহারাষ্ট্রের বিরুদ্ধে ২৪ ডিসেম্বর ম্যাচ দিয়ে পাঞ্জাব নিজেদের বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) অভিযান শুরু করবে। সেই টুর্নামেন্টের জন্য শক্তিশালী ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে শুভমন গিল রয়েছেন। শুধু তিনিই নন, ভারতীয় দলের নিয়মিত তারকাদের মধ্যে অভিষেক শর্মা এবং অর্শদীপ সিংহকেও এই দলে রাখা হয়েছে। নমন ধীর, প্রভসিমরন সিংহ, রমনদীপ সিংহ, হারপ্রীত ব্রারদের নিয়ে তৈরি পাঞ্জাবের দল খাতায় কলমে ব্যাটিং, বোলিং, উভয় বিভাগেই বেশ শক্তিশালী।
পাঞ্জাব বিজয় হাজারে ট্রফিতে নিজেদের গ্রুপ পর্বের সাতটি ম্যাচই জয়পুরে খেলবে। গত বছরে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়েছিল পাঞ্জাব। এই বছর শক্তিশালী দল নিয়ে তার থেকে আরও এগিয়ে যেতে নিঃসন্দেহেই আগ্রহী হবে তারা।
তবে গিল, অভিষেক এবং অর্শদীপ পাঞ্জাবের হয়ে ঠিক কয়টি ম্যাচ খেলবেন, সেই বিষয়ে নিশ্চয়তা নেই। ১১ জানুয়ারি থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ় খেলবে ভারত। সেই দলে অর্শদীপ এবং শুভমন, উভয়েরই থাকার কথা। এরপরে টি-টোয়েন্টি সিরিজ়ে দলে রয়েছেন অভিষেক। তাই তাঁরা কবে অবধি উপলব্ধ থাকবেন, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।
শুভমন গিলের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং নিউজ়িল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়েও খেলার সম্ভাবনা প্রবল ছিল। তবে বেশ খানিকটা অবাক করেই একেবারে সহ-অধিনায়ক থেকে বাতিল হন গিল। Indian Express-র রিপোর্ট অনুযায়ী শুভমন গিলকেও কিন্তু টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলার বিষয়ে আগেভাগে জানানো হয়নি। তিনি দল ঘোষণার দিন, অর্থাৎ শনিবারই দল ঘোষণার কিছুক্ষণ আগে তিনি এই বিষয়ে জানতে পারেন। তবে ভারতীয় নির্বাচকরা তাঁকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে বেশ কয়েকদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে পিচগুলি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইটাই এই সিদ্ধান্তের পিছনে অন্যতম বড় কারণ। ভারতীয় দল বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচ ভিন্ন ভিন্ন মাঠে খেলবে। যত সময় যাবে ততই পিচগুলি আরও মন্থর গতির হবে বলেই অনুমান করা হচ্ছে। সেই কারণেই পাওয়ার প্লেতে বড় রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই দিক থেকে দ্রুত গতিতে রান করার ক্ষেত্রে গিলের থেকে স্যামসন, অভিষেক শর্মা ও ঈশান কিষাণের দক্ষতার প্রতিই নির্বাচকরা বেশি আস্থা দেখিয়েছেন। এই দৌড়েই পিছিয়ে পড়ায় গিলকে বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলা হয়েছে বলে রিপোর্ট দাবি করা হচ্ছে।