মুম্বই: ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্টে (IND vs NZ 3rd Test) বেশ ভাল জায়গায় পৌঁছে গেল ভারতীয় দল। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১৯৫। আপাতত নিউজ়িল্যান্ডের থেকে ভারত ৪০ রানে পিছিয়ে। ক্রিজে রয়েছেন সেট শুভমন গিল (Shubman Gill)। তিনি ৭০ রানে ব্যাটিং করছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন ১০ রানে ক্রিজে উপস্থিত থাকা রবীন্দ্র জাডেজা। এই সেশনে কেবল ঋষভ পন্থেরই (Rishabh Pant) উইকেট হারায় ভারতীয় দল। তবে তার আগে ঝোড়ো ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
ঋষভ পন্থ ও শুভমন গিল পঞ্চম উইকেটে এদিন ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে একত্রে ৯৬ রান যোগ করেন। দিনের একেবারে শুরু থেকেই গিল এবং বিশেষ করে পন্থ আজাজের বিরুদ্ধে আক্রমণ শানান। দেখতে দেখতেই ভারতীয় দল ১৫০ রানের গণ্ডি পার করে ফেলে। ঠিক যেমন কিউয়ি ইনিংসে মিচেল ও ইয়ংয়ের ব্যাটিংয়ের সময় মনে হচ্ছিল, তেমনই পন্থ ও গিলের পার্টনারশিপ চলাকালীনও পিচ একেবারে সাদামাটা বলেই লাগছিল। অবশ্য ভাগ্যও দুই ব্যাটারের সঙ্গে ছিলেন।
৪৫ রানে গিল ও ৫৩ রানে পন্থের খুবই সহজ ক্যাচ ফেলেন কিউয়ি ফিল্ডাররা। তার মূল্যও দিতে হয় কিউয়িদের। পন্থ তো ইতিহাসই গড়ে ফেললেন। মাত্র ৩৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। ভারতীয় হিসাবে লাল বলের ক্রিকেটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে এটাই কোনও ব্যাটারের দ্রুততম হাফ সেঞ্চুরি। এই পন্থ কেরিয়ারে ১৯তম বার টেস্ট অর্ধশতরানের গণ্ডি পার করলেন। ভারতের হয়ে ধোনি (৩৯) বাদে আর কোনও কিপার ব্যাটার এতবার টেস্টে ৫০-র গণ্ডি পার করেননি। তবে কিপার-ব্যাটার হিসাবে শতাধিক স্ট্রাইক রেটে ৫০-র অধিক রান করার তালিকায় ধোনিকে পিছনে ফেললেন পন্থ। এই নিয়ে পঞ্চমবার এই কাণ্ড করলেন পন্থ। তবে এই তালিকায় শীর্ষে অ্যাডাম গিলক্রিস্ট।
পন্থ কিন্তু দুরন্ত গতিতে এগোচ্ছিলেন তবে ইশ সোধির বলে এলবিডব্লু হন তিনি। ডিআরএস নিয়েও লাভের লাভ হয়নি। ৬০ রানে ফিরতে হয় তাঁকে।তিনি আউট হলেও, ভারতীয় দল আর যাতে লাঞ্চের আগে কোনও উইকেট না হারায়, তা সুনিশ্চিত করেন গিল ও জাডেজা। এবার দেখার ভারতীয় দল ঠিক কতটা দূর এগোতে পারে।
আরও পড়ুন: দেখতে দেখতে ২০-র পথে, রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পরেই আবেগঘন বিরাট কোহলি