বেঙ্গালুরু: দিন কয়েক পরেই এশিয়া কাপ (Asia Cup 2023)। ইতিমধ্যেই টুর্নামেন্টের জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গিয়েছে। শ্রীলঙ্কায় আয়োজিত হবে এবারের এশিয়া কাপ। দ্বীপরাষ্ট্রে উড়ে যাওয়ার আগে বর্তমানে টিম ইন্ডিয়া (Team India) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে অনুশীলন চালাচ্ছে। সেখানেই টিম ইন্ডিয়ার তারকাদের ফিটনেস যাচাই করার জন্য ইয়ো ইয়ো টেস্ট করা হয়। সেই ইয়ো ইয়ো টেস্টে (Yo-Yo Test) কিন্তু বিরাট কোহলিকে (Virat Kohli) পিছনে ফেলে দিলেন এক তরুণ তুর্কি।


বিরাটকে বিশ্বের সবথেকে ফিট ক্রিকেটার বলে মনে করেন অনেকেই। বয়স ৩৪ পেরোলেই তাঁর ফিটনেস যে কোনও ক্রিকেটারের জন্যই বেঞ্চমার্ক বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এবারের ইয়ো ইয়ো টেস্টে কিন্তু তিনি শীর্ষে থাকতে পারলেন না। পিটিআইয়ের এক রিপোর্টে দাবি করা হচ্ছে শুভমন গিল (Shubman Gill) ইয়ো ইয়ো টেস্টে ভারতীয় দলের নতুন 'কিংগ'। বিরাট নিজের ইয়ো ইয়ো টেস্টের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে তিনি নিজেই জানান এই পরীক্ষায় তাঁর স্কোর ১৭.২। খবর অনুযায়ী, গিল নাকি সহজেই সেই মার্ক পার করে গিয়েছেন। ২৩ বছর বয়সি ভারতীয় ওপেনারের ইয়ো ইয়ো টেস্টে স্কোর বিরাটের থেকে বেশ খানিকটা বেশি, ১৮.৭। 


খবর অনুযায়ী, ইয়ো ইয়ো টেস্টে অংশগ্রহণকারী সকল ভারতীয় ক্রিকেটারই প্রয়োজনীয় ১৬.৫ সীমা পার করতে সক্ষম হয়েছেন। তবে শোনা যাচ্ছে কেএল রাহুল, যশপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণ, তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসন (রিজার্ভ সদস্য) নাকি এই পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এক বিসিসিআই সূত্র জানান, 'কোনও খেলোয়াড়ের ইয়ো ইয়ো টেস্টের ফলাফল তাঁর শেষ ম্যাচ খেলার সময় যা ছিল, তার থেকে বর্তমানে অনেকটাই ভিন্ন হতে পারে। শেষ কয়েক সপ্তাহ ফিটনেস নিয়ে খেলোয়াড়রা কতটা খেটেছেন, তার উপরই সবটা নির্ভর করে। এখনও পর্যন্ত গিলই সর্বাধিক ১৮.৭ স্কোর করেছেন। সিংহভাগ খেলোয়াড়রা ১৬.৫ থেকে ১৮-র মধ্যেই স্কোর করেছেন।'


সেই সূত্রের তরফেই জানানো হয় যে খেলোয়াড়রা দুই সিরিজের মধ্যে বিরতি নিলে বা অনেকটা ব্যবধান থাকলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ফিটনেস পরীক্ষা করা হয়। 'যদি খেলোয়াড়দের দুই টুর্নামেন্টের মধ্যে ব্যবধান থাকে, তাহলে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ক্রীড়া বিজ্ঞান বিভাগ ও ভারতীয় ম্যানেজমেন্টের তরফে সমস্তরকম প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়। ' বলেন সেই সূত্র। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ইয়ো ইয়ো টেস্টের ফল ফাঁস করেছিলেন, বিরাটকে কড়া হুঁশিয়ারি দিল বিসিসিআই