আমদাবাদ: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) তিন ফর্ম্যাটের সিরিজ়ের আজ শেষ দিন। পঞ্চম তথা অন্তিম টি-টোয়েন্টি ম্যাচে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগে আমদাবাদে পৌঁছে গিয়েছে গোটা ভারতীয় দল, পৌঁছেছেন শুভমন গিলও (Shubman Gill)। তবে তাঁর খেলা নিয়ে প্রবল সংশয়।
লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ ঘন কুয়াশার কারণে বাতিল হয়ে যায়। সেই ম্যাচ হলে শুভমন গিলকে হয়তো মাঠে নামতে দেখা যেত না। শোনা যাচ্ছিল পায়ের পাতায় চোট পেয়েছেন শুভমন। সেই কারণে মাঠের বাইরে চলে যেতে হতে পারে শুভমনকে। PTI-র রিপোর্টেই দাবি করা হয় শুভমন আর গোটা সিরিজ়েই খেলতে পারবেন না। তবে জল্পনা সত্ত্বেও ভারতীয় বোর্ডের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।
দলের সঙ্গে সফরও করেছেন গিল। তবে তা সত্ত্বেও তাঁর খেলা নিয়ে সংশয় অব্যাহত। প্রসঙ্গত উল্লেখ্য, রিপোর্ট সঠিক হলে এই নিয়ে চলতি সিরিজ়ে দ্বিতীয়বার চোটের কবলে পড়বেন গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। ইডেন টেস্টের সময়ই যাঁর ঘাড়ের পেশিতে চোট লেগেছিল। স্টিফ নেকের সমস্যা নিয়ে যিনি প্রথম টেস্টে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু সাইমন হার্মারের বলে স্যুইপ শটে বাউন্ডারি মারার পরই যন্ত্রণায় ছটফট করে ওঠেন। সেদিন স্ট্রেচারে চাপিয়ে মাঠ থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গিলকে। হাসপাতালে ভর্তিও করা হয়েছিল।
সেক্ষেত্রেও গিল ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটিতে পৌঁছেছিলেন। তবে ম্যাচ খেলা তাঁর হয়নি। এমনকী ওয়ান ডে সিরিজ়েও তিনি অংশগ্রহণ করতে পারেননি। এবার ফের একবার তাঁর চোট নিয়ে সংশয়। গিলের এই চোট ভারতীয় সমর্থকদের উদ্বেগ আরও বাড়াচ্ছে কারণ সামনেই বিশ্বকাপ। ঘরের মাঠে খেতাব রক্ষার লড়াই ভারতীয় দলের সামনে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক গিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তার আগে গিলের এই চোট স্বাভাবিকভাবেই তাই সকলের চিন্তা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে আদৌ নামেন কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।