নয়াদিল্লি: ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (BAN vs SL) ম্যাচে চূড়ান্ত বিতর্ক দানা বাঁধে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনও ব্যাটরকে টাইমড আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews) নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিজে নেমে স্ট্রাইক না নেওয়ায় তাঁর বিরুদ্ধে আপিল করেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। নিয়ম মেনে বাংলাদেশের অধিনায়কের আপিলে সাড়া দিয়ে ম্যাথিউজ়কে আউট দেন আম্পায়াররা। এই নিয়ে চূড়ান্ত বিতর্ক হয়। অনেকেই শাকিবের এই কর্মকাণ্ডকে খেলোয়াড়সুলভ মনোভাব বিরোধী বলে দাবি করেন।
তবে শাকিব কিন্তু এই ঘটনা নিয়ে বিন্দুমাত্র অনুতপ্ত নন। বরং তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে দলের জয়ের জন্য তিনি সবকিছু করতে রাজি। শাকিব ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমাদের একজন ফিল্ডার এসে আমায় বলে যে ওই সময় আমি আপিল করলে ও আউট হবে। তারপরে আমি আপিল করি এবং আম্পায়াররা আমায় জিজ্ঞেস করেন যে এই বিষয়ে আমি নিশ্চিত কি না, না আপিল ফিরিয়ে নিতে চাই। এটা তো নিয়মেই রয়েছে। এটা ঠিক বা ভুল, সেইসব নিয়ে আমি জানি না। আমি যুদ্ধের ময়দানে ছিলাম এবং আমার দলের জয়ের জন্য আমাকে সিদ্ধান্ত নিতেই হত।'
শাকিব আরও বলেন যে নিয়ম বর্হিভূত না হলে এমন সুযোগ তিনি ভবিষ্যতেও হাতছাড়া করবেন না। 'এটা উচিত না অনুচিত, সেই নিয়ে তো তর্ক-বিতর্ক থাকবেই। তবে এমন সুযোগ হলে আমি হাতছাড়া করব না। এই ঘটনাটি আমাকে তাতিয়ে দেয়। আমার ৩৬ বছর বয়স হয়ে গিয়েছে এবং সহজে এমন ঘটনা বাদে আমার মধ্যে ওই লড়াইটা আসে না।' যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।
এদিন বিতর্ক সত্ত্বেও ম্যাচে দুরন্ত পারফর্ম করে দলকে জেতান শাকিব। অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup 2023) নাটকীয় ম্যাচে দুরন্ত জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ২৮০ রান তাড়া করতে নেমে ৫৩ বল বাকি থাকতেই তিন উইকেটে জয় ছিনিয়ে নিল ওপার বাংলার দল। সৌজন্যে অধিনায়ক শাকিব আল হাসান এবং তরুণ তুর্কি নাজমুল হোসেন শান্ত। দুইজনেই ব্যক্তিগত শতরান হাতছাড়া করলেও, তৃতীয় উইকেটে ১৬৯ রানের পার্টনারশিপে বাংলাদেশকে জয় দেন তাঁরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই আফগানিস্তান শিবিরে সচিন তেন্ডুলকর