মুম্বই: মহিলা ওয়ান ডে বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতেই। তার আগে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ খেলছে। দুটো ম্য়াচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এর মধ্যেই দ্বিতীয় ম্য়াচে ৭৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছিলেন স্মৃতি। একটি ম্য়াচ এখনও বাকি। চলতি মাসের শেষে শুরু হতে চলেছে মহিলা ওয়ান ডে বিশ্বকাপ।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি। আসন্ন মহিলা ওয়ান ডে বিশ্বকাপে সর্বাধিক রান করার নজির গড়তে পারেন বাঁহাতি ওপেনার। এছাড়া এক ক্যালেন্ডার বর্ষে ওয়ান ডে ফর্ম্য়াটে ১০০০ রান করার নজির গড়তে পারেন স্মৃতি। কোনও মহিলা ক্রিকেটার এখনও পর্যন্ত এই নজির গড়তে পারেননি। উল্লেখ্য, স্মৃতি এখনও পর্যন্ত চলতি বছরে ৮০৩ রান করেছেন ওয়ান ডে ফর্ম্য়াটে। আর ১৯৭ রান করলেই সেই মাইলস্টোন স্পর্শ করবেন স্মৃতি। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে মোট ৯১ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন। কেরিয়ারের ১২ তম শতরান হাঁকিয়েছেন স্মৃতি। বিশ্বকাপে গ্রুপ পর্বে মোট সাতটি ম্য়াচ খেলবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদি স্মৃতি নজির গড়তে পারেন, তবে তিনি অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ককে টেক্কা দিয়ে দেবেন। ১৯৯৭ সালে ৯৭০ রান করেছিলেন ওয়ান ডে ফর্ম্যাটে।

স্মৃতির ওয়ান ডে ফর্ম্যাটে রেকর্ডও বেশ ঈর্ষণীয়। এখনও পর্য়ন্ত ৮৬ ম্য়াচে মোট ৩৫০০ রান করেছেন। গড় ৪৪। এখনও পর্যন্ত ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে স্মৃতির ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৫ রান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ৬৩ বলে ৫৮ রান করেছিলেন স্মৃতি। নিউ চণ্ডীগড়ে প্রথম ওয়ান ডে ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। মোট সাতটি রেটিং পয়েন্ট ঝুলিতে পুরেছেন বাঁহাতি এই ভারতীয় ওপেনারইংল্য়ান্ডের ক্যাপ্টেনের থেকে এই মুহূর্তে চার পয়েন্ট পিছিয়ে রয়েছেন স্মৃতি। আর কিছুদিন পরেই দেশের মাটিতে মহিলা ওয়ান ডে বিশ্বকাপে খেলতে নামার কথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের।মন্ধানার ওপেনিং পার্টনার প্রতাকী আগরওয়াল রয়েছেন। তিনিও ক্রমতালিকায় এগিয়েছে। উন্নতি করেছেন হরলীন দেওলওম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ২৮১ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। টপ অর্ডার ব্যাটার রাওয়াল, মন্ধানাহরলীন অর্ধশতরানের ইনিংস থেলেছিলেন। কিন্তু বোলাররা রান আটকাতে পারেননিঅ্য়ালিসা হিলির দল জয় ছিনিয়ে নিয়েছে প্রথম ওয়ান ডে ম্য়াচে। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে তারা। ৮৮ রানের ইনিংস খেলেন লিচফিল্ড