কলকাতা: চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে। প্রবল বৃষ্টির মধ্যেই পথে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশে ছিলেন ডোনা-সানা। আগেই ঠিক ছিল যে ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরী এদিন প্রতিবাদ মিছিল করবে। গঙ্গোপাধ্যায় পরিবার থেকে মঙ্গলবার এবিপি আনন্দকে জানানো হয়েছিল, সৌরভ নিজে এই পদযাত্রায় হাঁটবেন। আর জি কর কাণ্ডের প্রতিবাদ করবেন। অপরাধীদের কঠোরতম শাস্তির দাবি জানাবেন। যদিও প্রবল বৃষ্টির জন্য মিছিলে বেরতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। স্ত্রী ও মেয়েকে নিয়ে অবশেষে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন।
মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুন নিয়ে গোটা দেশ, ভিনদেশেও যখন তোলপাড় পড়ে গিয়েছে, তখন আর স্থির থাকতে পারলেন না জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক। এর আগে বারবার মিডিয়ার সামনে দোষীদের চরম শাস্তির দাবি তুলেছিলেন। এবার পথে নামলেন বাংলার 'মহারাজ'। স্ত্রী ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে এদিন পথে নামলেন তিনি। সবাই কালো পোশাক পরেছিলেন। বেহালা চৌরাস্তায় মোমবাতি জ্বালালেন প্রত্যেক। হাতে প্ল্য়াকার্ডও ছিল সবার। এই প্রতিবাদের মঞ্চেও একটাই ডাক বারবার শোনা গেল..'উই ওয়ান্ট জাস্টিস'। ডোনা ও সানা দুজনেই এদিন মুখ খোলেন, তাঁদের দুজনেই একটাই দাবি ছিল দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া হোক। দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা সকলে ঠিক করেছিলেন, এইরকম শোকের আবহে কালো পোশাক পরে রাস্তায় নামবেন তাঁরা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগেও সরব হয়েছে সৌরভ। জানিয়েছেন, মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর। অপরাধীদের কড়া শাস্তিও দাবি করেছিলেন ক্রিকেট মাঠের প্রাক্তন তারকা। সৌরভ এর আগে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন, ''এখন আন্দোলন অনেকটা এগিয়েছে। সিবিআই এবার দায়িত্ব নিয়েছে। তদন্তভার নিয়েছে তাঁরা। এই ঘটনা ভীষণই লজ্জাজনক। আশা করব সিবিআই যাঁরা তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করতে পারলে কড়া শাস্তি দেওয়া উচিত। যাতে পরবর্তী সময়ে এরকম কিছু করার আগে মানুষ বারবার ভাববে।''
আন্দোলনকারীদের সমর্থনে সৌরভ বলছেন, ''একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন বেহাল না হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা দফতর এই স্বাস্থ্য। এমার্জেন্সিতে চিকিৎসকদের প্রয়োজন মানুষের।'' এবার নিজেই সরব হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি।
আরও পড়ুন: পদক না জিতলেও তিনিই সবার 'নয়ণের মনি', এবার নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিলেন বিনেশ