নয়াদিল্লি: সব ঠিক থাকলে প্যারিস অলিম্পিক্সে (Paris Olymics 2024) হয়ত কুস্তিতে নিশ্চিত সোনা আসত ভারতের ঘরে। মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ফাইনালে উঠেও শেষ পর্যন্ত বাতিল হতে হয় বিনেশ ফোগতকে (Vinesh Phogat)। ১০০ গ্রাম ওজন বেশি হয়ে যাওয়ায় ফাইনালের দিনই বাতিল হতে হয় বিনেশকে। তিনি বাউটে নামতেই পারেননি। এরপর টানা কয়েক সপ্তাহ বিতর্ক চলেছে। আইওসির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে অ্যাপিল করেছিলেন বিনেশ। কিন্তু সেখানেও তিনি আশার আলো দেখতে পাননি। তবে পদক না জিতলেও দেশে ফেরার পর থেকেই বিনেশকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে এই মহিলা কুস্তিগিরকে। এবার শোনা যাচ্ছে বিনেশ তাঁর ব্র্যান্ড ভ্যালুও বাড়িয়ে দিয়েছেন। ইকনমিকস টাইমসের রিপোর্ট অনুযায়ী আগে বিনেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ২৫ লক্ষ টাকা। যা এখন শোনা যাচ্ছে বেড়ে হয়েছে ১ কোটি। কিছুদিন আগে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে নিয়েছিলেন নীরজ চোপড়া ও মনু ভাকের। 


আগেও বিভিন্ন ব্র্যান্ডের মুখ ছিলেন মনু। কিন্তু এই প্রথমবার মনুকে নিয়ে এতটা জোয়ার উঠেছে বিজ্ঞাপনের দুনিয়ায়। শুধু বিজ্ঞাপন আসাই নয়। মনুর ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে। আগে যেখানে প্রতি বিজ্ঞাপন পিছু ২০ থেকে ২৫ লক্ষ টাকা নিতেন, সেখানে প্যারিস পদক জয়ের পর দর বেড়েছে। বিজ্ঞাপন পিছু প্রায় দেড় কোটি টাকা নাকি নিচ্ছেন এখন মনু। এই বিষয়ে জানিয়েছে মনুর পি আর টিম ও তাঁর ম্য়ানেজমেন্ট দল আইওএস স্পোর্টস অ্য়ান্ড এনটারটেইনমেন্ট। সংস্থার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমার জানিয়েছিলেন, ''গত কয়েকদিনে মনু যেভাবে অলিম্পিক্সে সাফল্য পেয়েছে, তার পর প্রায় ৪০টি বিজ্ঞাপনের প্রস্তাব এসেছে। তবে আমরা দীর্ঘমেয়াদি চুক্তির দিকেই নজর দিচ্ছি। কয়েকটির সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে।''


এদিকে সূত্রের খবর, ভোটের ময়দানে পা রাখতে পারেন বিনেশ ফোগত। আসন্ন হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বিনেশ। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে অন্তত এমনই খবর মিলছে। কোন দল থেকে বিনেশ প্রার্থী হবেন, তা যদিও পরিষ্কার নয় এখনও পর্যন্ত। তবে সংবাদ সংস্থা IANS-কে বিনেশ-ঘনিষ্ঠরা জানিয়েছেন, হরিয়ানা বিধানসভা নির্বাচনে তুতো দিদি ববিতা ফোগতের বিরুদ্ধে লড়াই করতে দেখা যেতে পারে বিনেশকে। ববিতা বিজেপি-র সদস্য। ২০১৯ সালে হরিয়ানার দাদরি থেকে ভোটে লড়লেও পরাজিত হন। এবার ববিতা তাঁকে টক্কর দিতে পারেন।