নয়াদিল্লি: দিন কয়েক পরেই শুরু বসতে চলেছে আইপিএল। ফর্ম্যাট ভিন্ন হলেও, বিশ্বকাপের বছরে আইপিএলে ভাল পারফরম্যান্স কিন্তু যে কোনও ক্রিকেটারকেই জাতীয় দলে (Team India) জায়গা পাওয়ার সুযোগ করে দিতে পারে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতে আইপিএল ভাল পারফরম্যান্স করলে দিল্লি ফ্র্যাঞ্চাইজিরই এক তরুণ ক্রিকেটার জাতীয় দলে আবার প্রত্যাবর্তন ঘটাতে পারেন। তাঁর ওপর রোহিত শর্মা ও নির্বাচকরা নজরও রাখছেন বলে দাবি করেন সৌরভ। কে সেই ক্রিকেটার? তিনি দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটার পৃথ্বী শ (Prithvi Shaw)।
নজরে দিল্লি তারকা
সদ্য দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট পদে সৌরভকে নিয়োগ করা হয়েছে। সৌরভের বলেন, 'আমার মতে পৃথ্বী শ ভারতের হয়ে খেলার জন্য প্রস্তুত। দলে আদৌ ওকে নেওয়ার মতো কোনও জায়গা আছে কি না, তার ওপর ওর জায়গা পাওয়া বা না পাওয়াটা নির্ভরশীল। তবে হ্যাঁ, আমি নিশ্চিত রোহিত শর্মা ও জাতীয় নির্বাচকরা ওকে নজরে রেখেছে। ও খুবই ভাল একজন ক্রিকেটার এবং জাতীয় দলের হয়ে খেলার জন্যও তৈরি।'
পৃথ্বী শ ভারতের হয়ে ইতিমধ্যেই পাঁচটি টেস্ট, ছয়টি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। কিন্তু তিনি ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। তারপর এ বছরের শুরুর দিকে, জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে ভারতীয় ম্যানেজমেন্ট পৃথ্বীর বদলে শুভমন গিলের ওপর আস্থা রাখে এবং তাঁকেই একাদশে সুযোগ দেওয়া হয়।
পন্থের জন্য পরামর্শ
কলকাতায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ঋষভ পন্থের (Rishabh Pant) পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তাঁর। পাশাপাশি এ-ও জানিয়েছিলেন যে, আইপিএলে সম্ভবত খেলতে পারবেন না পন্থ। পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। পরে যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল্লি।
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে দিল্লির প্রস্তুতি শিবির হচ্ছে তাঁরই তত্ত্বাবধানে। সৌরভ বলেছেন, 'আমি নিশ্চিত জাতীয় দলেও ঋষভ পন্থের অভাব টের পাওয়া যাচ্ছে। তবে ওর বয়স কম। কেরিয়ারের দীর্ঘদিন বাকি। ও স্পেশ্যাল ক্রিকেটার। সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। ওকে অনেক শুভকামনা জানাই। ওর সঙ্গে দেখাও করব।'
তবে পন্থের পরিবর্তে দায়িত্ব পাওয়া ওয়ার্নার অধিনায়ক হিসাবে ভালই করবেন বলে আশা সৌরভের। বলেছেন, 'ডেভিড ওয়ার্নার দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে রয়েছে। ও সব সময় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকে। দুর্দান্ত ক্রিকেটার। প্রচুর রান করেছে। অভিজ্ঞতাও রয়েছে ওর ঝুলিতে।' সৌরভ যোগ করেছেন, 'ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। মরসুম শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি। নেট প্রস্তুতি দারুণ চলছে। তবে ম্যাচে দেখতে হবে। রিকি পন্টিং দুর্দান্ত। প্র্যাক্টিসের গুরুত্ব ওর জন্য আরও বেড়েছে।'
আরও পড়ুন: সিএসকের অনুশীলনেও ভর্তি গ্যালারি, ধোনি মাঠে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাস অনুরাগীদের