সন্দীপ সরকার, কলকাতা: পরপর দুই সিরিজে বিপর্যয়। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্ব নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কেউ কেউ তো আবার রোহিতকে অবসরের পরামর্শও দিচ্ছেন। অস্ট্রেলিয়ার মাটিতে হিটম্যানের ব্যাটে রানের খরা দেখে দলে তাঁর তাঁর জায়গা থাকা উচিত কি না, তা নিয়েই আলোচনায় সোশ্যাল মিডিয়া সরগরম।


আর এর মাঝেই রোহিতের পাশে দাঁড়িয়ে পড়লেন এমন একজন, যিনি বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীন রোহিতের ভারতীয় ক্রিকেট দলের মসনদে বসা। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের কিংবদন্তি অধিনায়ক মনে করেন, রোহিতকে ফের দেখা যাবে পুরনো ছন্দে। ফের তিনি হয়ে উঠবেন হিটম্যান।


বোর্ডের (BCCI) অনূর্ধ্ব ১৫ মহিলাদের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা দলকে সোমবার সংবর্ধনা দেওয়া হল সিএবি-তে। সেই সঙ্গে বাংলার সিনিয়র মহিলা দল ও অনূর্ধ্ব ১৯ পুরুষ দল, যারা বোর্ডের টুর্নামেন্টে ফাইনালে উঠেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া করেছে, তাদেরও সংবর্ধনা দেওয়া হল। তারই মঞ্চ থেকে সৌরভ ব্যাট ধরলেন রোহিত শর্মার হয়ে। 


সৌরভ বললেন, 'সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মাও অবিশ্বাস্য। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই অন্য রোহিতকে দেখা যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অন্যতম ফেভারিট।'


ওয়ান ডে বিশ্বকাপের রানার্স ভারত। টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন। সৌরভের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে অন্য টিম ইন্ডিয়াকে। বললেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ট্রফি জয়ের অন্যতম দাবিদার। বিশেষ করে ৫০ ওভারের বিশ্বকাপে আর টি-২০ বিশ্বকাপের পারফরম্যান্সের পর।'


তবে টেস্টে ভারতের উন্নতির জায়গা রয়েছে বলে মত মহারাজের। সৌরভের কথায়, 'তবে লাল বলের ফর্ম্যাটে এবং বল যেখানে স্যুইং হয় সেই জায়গায় ভারতের ব্যাটিং আরও ভাল হতে হবে। আমি সব সময় মনে করি বিদেশে টেস্টে প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান তুললে ম্যাচ জেতার জায়গায় থাকা যায়। আর যদি প্রথম ইনিংসে দুশোর কম রানে আউট হয়ে যায়, তাহলে হেরে যাওয়ার সুযোগ থাকবে। পারথে জিতেছিল ভারত ভাল ব্যাটিং করেছিল বলেই।'


মহম্মদ শামির চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন নিয়েও উচ্ছ্বসিত সৌরভ। বললেন, 'বোলাররাও ম্যাচ জেতায়। যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি থাকলে দারুণ জুটি। দুই প্রান্ত থেকে দুজন বল করলে দারুণ ব্যাপার। বুমরার জন্য শামি জরুরি, শামির জন্য বুমরা জরুরি। অনেকদিন পর চোট সারিয়ে শামি ফিরছে। হয়তো শুরুর দিকে স্নায়ুর চাপে থাকবে। বিশেষ করে হাঁটুর চোট সারিয়ে ফিরছে বলে। তবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছে।'


আরও পড়ুন: একে অপরকে বিশ্বাস করতে হবে, ড্রেসিংরুমে অশান্তির আবহে বড় বার্তা ভারতীয় অলরাউন্ডারের!