কলকাতা: পদাধিকারীদের নিয়ে খুব একটা ঝড় ওঠার কথা ছিল না। কারণ, আরও একটা বছর পুরনো কমিটিই থেকে যাওয়ার কথা ছিলই। সেই মতো সোমবার সিএবির বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট পদে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, ভাইস প্রেসিডেন্ট পদে অমলেন্দু বিশ্বাস, সচিব পদে নরেশ ওঝা, যুগ্মসচিব পদে দেবব্রত দাস ও কোষাধ্যক্ষ পদে প্রবীর চক্রবর্তীই থেকে গেলেন।


সোমবার বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সিএবি-র ৯৩তম এজিএম (CAB conducts 93rd Annual General Meeting) অনুষ্ঠিত হল। বৈঠকের শুরুতেই সফলভাবে ওয়ান ডে বিশ্বকাপের পাঁচ ম্যাচ আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (CAB President Snehashish Ganguly)। বেঙ্গল প্রো টি-২০ আয়োজন করতে পারার জন্যও সকলকে ধন্যবাদ জানান তিনি। আইপিএল গভর্নিং কাউন্সিলে পুনর্নিবাচিত হওয়ার জন্য অভিষেক ডালমিয়াকে সংবর্ধনা জানানো হয়। অর্ধেন্দু কুমার ঘোষের পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাবের বিবেক লোহিয়া সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলে জায়গা করে নিলেন।


বৈঠকে ইডেন গার্ডেন্সের আমূল সংস্কারের প্রস্তাব দেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনের আধুনিকীকরণের ওপর জোর দিতে বলেছেন তিনি। ঝুলন গোস্বামীও সেই প্রস্তাবে সায় দেন। সেই প্রস্তাব সকলে মেনেও নিয়েছেন। বিশ্বের সেরা স্টেডিয়ামগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় ইডেন। পরিকাঠামোগত উন্নতিও হয়েছে। তবে সৌরভ চান বিশ্বের সেরা সুযোগ সুবিদা থাকুক ক্রিকেটের নন্দনকাননে।


বৈঠকে সিএবি অনুমোদিত ক্লাব ও সমস্ত সংস্থার অনুদান ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করার প্রস্তাব অনুমোদন পেয়েছে। পাশাপাশি মনে করিয়ে দেওয়া হয়েছে যে, আইপিএলের পাশাপাশি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য এবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার আয় হয়েছে বেশি। তাই অনুদান বাড়ানো হয়েছে। প্রত্যেকবার সমান আয় হবে না বলেও মন্তব্য করা হয়েছে।


সিএবি-র এজিএমে মহিলা ক্রিকেটের উন্নতি নিয়েও আলোচনা হয়। অনূর্ধ্ব ১৫ মেয়েদের একটি টুর্নামেন্ট করার প্রস্তাব ওঠে।  সেই প্রস্তাব সর্বস্তরে প্রশংসিতও হয়। চিন্তাভাবনাও শুরু হচ্ছে এ নিয়ে।


উত্তরবঙ্গে একটি স্টেডিয়াম গড়ার প্রস্তাবও দেওয়া হয়। তবে গত আর্থিক বর্ষে সংস্থার ব্যয় কেন বেড়ে গিয়েছে, সেই প্রশ্নও ওঠে। রাহুল টোডি বৈঠকে বড়িশা স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিত্ব করেন। বাংলার সিনিয়র দলের নির্বাচক কমিটিতে পরিবর্তন আসন্ন। এখনও ঘোষণা না হলেও শোনা যাচ্ছে দুটি পদে আসতে পারেন রোহন বন্দ্যোপাধ্যায় ও রণদীপ মৈত্র।




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।