কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে স্পেন সফরে গিয়ে শালবনিতে ইস্পাত কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তারপর থেকেই জোর জল্পনা। কবে হবে সেই কারখানা? কত মানুষের কর্মসংস্থান হবে? কারখানা আদৌ হচ্ছে তো?


প্রস্তাবিত সেই ইস্পাত কারখানা কোথায় করতে চলেছেন সৌরভ (Sourav Ganguly)? শালবনিতে (Shalboni) এখনও শুরু হয়নি ইস্পাত কারখানার কাজ। এ ব্যাপারে এবার মুখ খুললেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক নিজেই। রাজ্যের জন্য বিনিয়োগ আনতে স্পেনে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তখন তাঁর সফর সঙ্গী ছিলেন সৌরভ।রবিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত অ্যানুয়াল কনভেনশন অ্যান্ড ভিশন কনক্লেভে এসে সৌরভ নিজেই জানান যে, সেই ইস্পাত কারখানা শালবনিতে হচ্ছে না। এটি তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানা বলে সৌরভ নিজেই জানিয়েছিলেন। 


শালবনিতে যে কারখানা হচ্ছে না, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতার দরুণ কারখানা হচ্ছে গড়বেতায়, খবর সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে। গড়বেতায় কারখানা হলে অনেক লোক কাজ পাবেন, রবিবারও প্রতিশ্রুতি দেন সৌরভ।


সৌরভ বলেছিলেন, 'অনেকেই জানেন না, আমি ২০০৭ সালে প্রথম ইস্পাত কারখানা তৈরি করেছিলাম। এবার দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি করব কয়েক মাসের মধ্যে।' তবে শালবনিতে নয়, সৌরভের ইস্পাত কারখানা তৈরি হচ্ছে গড়বেতায়। শালবনিতে জমি পাওয়া নিয়ে একটা সমস্যা রয়েছে বলে সৌরভ ঘনিষ্ঠ সূত্রের খবর। এদিন অনুষ্ঠানের সঞ্চালক তথা ক্রীড়া প্রশাসক সুব্রত দত্তকে সৌরভ বলেন, 'আমি মুখ্যমন্ত্রীকে নিজেই বলেছিলাম কারখানা করতে চাই। দিদি প্রথমে শুনে অবাক হয়েছিলেন। তখন আমি বলি, ইতিমধ্যেই আরও দুটো কারখানা রয়েছে অন্য রাজ্যে।' 


আগেই সৌরভ জানিয়েছিলেন যে, সেই কারখানায় হবে বিপুল কর্মস্থান। তখন জানা গিয়েছিল, প্রায় সাত হাজার লোকের কর্মসংস্থান হতে চলেছে প্রস্তাবিত কারখানায়। শালবনিতে না হলেও গড়বেতায় এবার বিরাট কর্মসংস্থান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যে খবর শুনে খুশি ওয়াকিবহাল সকলেই।                      


আরও পড়ুন: দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেই বিয়ে সারলেন কেকেআর তারকা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।