কলম্বো: আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে ফেলল শ্রীলঙ্কা ক্রিকেট দল (Sri Lanka Cricket)। চমক বলতে সেই দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে দাসুন শনাকাকে (Dasun Shanaka)। এই ফর্ম্য়াটে চারিথ আসালাঙ্কাই নেতৃত্ব দিচ্ছিলেন। কিন্তু তাঁকে সরিয়ে দেওয়া হল টুর্নামেন্টের ৫০ দিন আগেই। 

Continues below advertisement

শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্য়ান প্রমোদ্যা বিক্রমাসিংহ জানিয়েছেন যে আসালাঙ্কার ধারাবাহিকভাবে বাজে ব্যাটিং ফর্মই তাঁর নেতৃত্ব যাওয়ার অন্যতম কারণ। উল্টোদিকে শনাকার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে লঙ্কা ক্রিকেট বোর্ড। গত তিনটি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শনাকা। লঙ্কা ক্রিকেটের চেয়ারম্য়ান আরও জানিয়েছেন, ''শনাকা একজন অলরাউন্ডার। আমি যখন শেষবার নির্বাচক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলাম, তখন শনাকাই অধিনায়ক ছিল। চারিথ তখন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ ছিল।''

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে যে টুর্নামেন্ট শুরু হতে চলেছে, তাতে শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে ও ওমান। বিক্রমাসিংহ বলছেন, ''আমরা আশা করি আসালাঙ্কা দ্রুত ওর ব্যাটিং ফর্ম ফিরে পাবে। কোচ সনৎ জয়সূর্যর সঙ্গে কথা বলে আমরা প্রাথমিক একটি স্কোয়াড তৈরি করেছি। বেশিদিন নেই আর টুর্নামেন্ট শুরু হতে। তাই আমরা খুব বেশি বদল করতে চাইছি না।''

Continues below advertisement

শ্রীলঙ্কার অধিনায়ক হিসেবে মোট ৫৩ ম্য়াচে নেতৃত্ব দিয়েছেন দাসুন শনাকা। তার মধ্য়ে ২৪ ম্য়াচে শ্রীলঙ্কা জিতেছে ও ২৭ ম্য়াচে হেরেছে।

শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনাঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকেওয়ালা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সাহান আরাচিগে, হাসারাঙ্গা ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুশান হেমন্থ, ট্রাভিন ম্যাথু, বিজয়াকান্ত বিশ্বকান্ত, দুশমন্থ চামিরা, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানা, এসান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা, মিলান রত্নায়েকে

অ্য়াডিলেডে শতরান করে রেকর্ড হেডের

ইংল্যান্ডের বিরুদ্ধে অ্য়াশেজের মঞ্চে অ্য়াডিলেডে দুরন্ত শতরান হাঁকালেন ট্রাভিস হেড (Travis Head)। হেড এই শতরানের সুবাদেই ব্র্যাডম্যান, স্টিভ স্মিথদের বিশেষ তালিকায় নাম লেখালেন। মাত্র পঞ্চম ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়ায় এক মাঠে নাগাড়ে শতরান হাঁকানোর কৃতিত্ব গড়লেন হেড। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২০২২ ও ২০২৪ ভারতের বিরুদ্ধে গত বছর এবং তারপর আজ, অ্যাডিলেডে নাগাড়ে চার টেস্টে সেঞ্চুরি হাঁকালেন হেড।