নয়াদিল্লি: বিশ্বের সবথেকে ধোনী ক্রিকেট লিগ আইপিএল এবং প্রতিদ্বিন্দ্বিতা ও গুণগত মানের ক্ষেত্রেও এই টুর্নামেন্টেকে বাকি সব ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে এগিয়ে রাখা হয়। তবে এই চিন্তাধারার সঙ্গে একেবারেই সহমত নন রয়্যাল চ্যালেঞ্জার্স তথা ভারতীয় জাতীয় দলের হয়ে খেলা প্রাক্তনী। তাঁর মতে ঢাকা প্রিমিয়ার লিগও আইপিএলের থেকে ভাল।
কাশ্মীরের অলরাউন্ডার পারভেজ রসুল (Parvez Rasool) অতীতে যেমন আইপিএলে খেলেছেন, তেমনই ঢাকা প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দুই লিগের তুলনা টেনে পারভেজকে বলতে শোনা যায়, 'আমি বাংলাদেশের ঢাকা লিগে পাঁচ বছর খেলেছি। আইপিএলের থেকে আমার মতে ঢাকা লিগ বেশি কঠিন। আমি তো আইপিএলে খেলেছি, ঢাকা লিগেও খেলেছি। বেশি কঠিন বলছি কারণ আইপিএলে তো চুক্তি পাওয়া যায়। তারপর খেল না খেল, সেই অর্থটা পাওয়া যায়।'
তিনি আরও যোগ করেন, 'গোটাটা দলের ওপর নির্ভরশীল। ভাল না খেললে দল থেকে বাদ পড়লেও স্কোয়াডে থাকে খেলোয়াড়রা। তবে ঢাকা লিগে খেললে চাপের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। কেন? কারণ ওখানে কেবল দুই ম্যাচের চুক্তি দেওয়া হয়। তুমি ভাল পারফর্ম করলে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পাও। তবে খারাপ খেললে তৃতীয় ম্যাচে ব্যাগ গুছিয়ে বাড়ি। আমি কারুর নাম নেব না, তবে প্রচুর বড় বড় ক্রিকেটাররা রয়েছেন যাঁদের দুই ম্যাচ খেলার পরেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।'
ধোনির ফিটনেস
তাঁকে ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক হিসাবে চিহ্নিত করেন অনেকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। তবে আইপিএলে (IPL) এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। চেন্নাই সুপার কিংস এবারও রিটেন করেছে মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। দেশজুড়ে, বিদেশেও তাঁর অসংখ্য ভক্ত এখন থেকেই অপেক্ষায় রয়েছেন, কবে ফের ব্যাট হাতে মাঠে নেমে পড়বেন মাহি। আর তাঁর ব্যাট থেকে বেরনো হেলিকপ্টার শট আছড়ে পড়বে গ্যালারিতে।
আইপিএলের আগে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন ধোনি। ক্যাপ্টেন কুল বলেছেন, 'আগের মতো ফিট আমি নই। এখন অনেক বেশি পরিশ্রম করতে হয়। ক্রিকেটের জন্য ফিট থাকতে কী খাচ্ছি, কী করছি সব দিকে বাড়তি সচেষ্ট থাকতে হয়। তবে আমরা ফাস্টবোলার নই। ফলে ওদের মতো শারীরিক সক্ষমতা দরকার হয় না।'
আরও পড়ুন: যুবরাজকে জাতীয় দল থেকে ছাঁটাই করার জন্য দায়ী কোহলি! বিস্ফোরক মন্তব্য উথাপ্পার