আমস্টারডাম: ব্যাট হাতে একসময় মাঠ কাঁপাতেন তিনি। তবে বেশ কয়েকদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। ভারতীয় ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন দিনকয়েক আগে। তবে এবার নতুন ইনিংসের সূচনা করতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। অবশ্য এই ইনিংসে তাঁকে ব্যাট, প্যাড হাতে নয়, বরং দেখা যাবে হাত, খুন্তি হাতে। আমস্টারডামে নিজের রেস্তোরাঁ খুললেন রায়না।
রায়নার রেস্তোরাঁ
আমস্টারডামে রায়না নিজের রেস্তোরাঁর নাম রেখেছেন 'রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁ' (Raina Indian Restaurant)। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই নিজের রেস্তোরাঁ খোলার কথা ঘোষণা করেন। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের না না খাবার পাওয়া যাবে এই রেস্তোরাঁয়। সোশ্যাল মিডিয়ায় রায়না লেখেন, 'আমস্টারডামে রায়না ইন্ডিয়ান রেস্তোরাঁর উদ্বোধন করতে পেরে আমি উচ্ছ্বসিত। এই রেস্তোরাঁর মাধ্যমেই আমার খাবার তৈরি এবং খাওয়ার প্রতি ভালবাসাটা সকলের সামনে তুলে ধরব। ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকমের খাবার সরাসরি ইউরোপে নিয়ে আসাটাই আমার লক্ষ্য।'
গোটা রেস্তোরাঁ জুড়েই রায়নার ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি দিয়ে এই রেস্তোরাঁ সাজানো হয়েছে। সদ্যই এই রেস্তোরাঁ উদ্বোধনের খুশিতে গোটা মাস জুড়েই রায়নার নতুন রেস্তোরাঁয় বিশেষ ছাড় পাওয়া যাবে বলেই খবর। রায়নার রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ ও নৈশভোজ করার সুবন্দোবস্ত রয়েছে।
সঞ্জু বাবার দল
বলিউডের অন্যতম সুপারস্টার তিনি। এবার ক্রিকেটের সঙ্গেও যুক্ত হলেন। শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা, শিল্পা শেট্টিদের পথে হেঁটে। সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বলিউডের অভিনেতা বাইশ গজের সঙ্গে যুক্ত হলেন। জিম্বাবোয়েতে (Zimbabwe) শুরু হতে চলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ। সেখানকারই একটি দল কিনে ফেললেন সঞ্জয় দত্ত। আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে জিম অ্যাফ্রো টি ১০ ক্রিকেট টুর্নামেন্ট। হারারেতে আগামী ২৯ জুলাই হবে ফাইনাল ম্যাচ। সেই ফ্র্যাঞ্চাইজি লিগেই এবার দল কিনলেন সঞ্জু বাবা।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?