মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নাগপুরেই বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে নিজের টেস্ট অভিষেক ঘটিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। যদিও ব্যাট হাতে তেমন বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। মাত্র আট রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। সময়ের আগেই শেষ হয়েছে সেই টেস্ট। শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুই টেস্টের মাঝে বেশ কিছুটা সময় রয়েছে। এই সুযোগেই সস্ত্রীক ঘুরতে বেরিয়ে পড়লেন সূর্য।


বহুদিন পর...


সোমবার, সূর্যকুমারের স্ত্রী দেবীশা শেট্টি (Devisha Shetty) নিজর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সূর্য ও তাঁকে এক অটোরিক্সায় সফর করতে দেখা যায়। সাধারণত ভারতীয় ক্রিকেট তারকাদের বাস, অটোতে সফর করতে দেখাই যায় না। স্বাভাবিকভাবেই সূর্য ও তাঁর স্ত্রীও বহুদিন তাঁর অন্যথা নয়। দেবীশা নিজের শেয়ার করা স্টোরিতে সেটা লেখেনও বটে। 




দ্বিতীয় টেস্ট খেলবেন সূর্য?


প্রসঙ্গত, পিঠের চোটের কারণে নাগপুরে আরেক মুম্বই তারকা শ্রেয়স আইয়ার মাঠে নামতে পারেননি। তাঁর পরিবর্তেই ভারতীয় মিডল অর্ডারে সুযোগ পেয়েছিলেন সূর্য। তবে শ্রেয়স যদি দ্বিতীয় টেস্টের আগে সম্পূর্ণ ফিট হয়ে যান, তাহলে হয়তো সূর্যকে আবারও মাঠের বাইরে বসতে পারে। তবে শ্রেয়স ফিট হয়ে দ্বিতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। প্রথম টেস্টে ভারত ইনিংস ও ১৩২ রানের বিরাট ব্যবধানে জিতে চার ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। এবার দ্বিতীয় টেস্ট জিতে ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।


বদলে গেল ভেন্যু


আগেই পূর্বাভাস মিলেছিল। এবার বোর্ডের পক্ষ থেকেও অফিসিয়ালি জানিয়ে দেওয়া হল। বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে আয়োজিত হবে ইনদওরে। পর্যাপ্ত পরিকাঠামো ও আসন সংখ্যার অভাবে ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হল ম্যাচটি। আগামী ১ মার্চ থেকে শুরু হওয়ার কথা তৃতীয় টেস্ট। প্রথমে সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু এই স্টেডিয়ামের পুণনির্মানের পর তা এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী নয় বলেই মনে করা হয়েছে। ইনদওর ছাড়াও ব্যাক আপ ভেন্যু হিসেবে রয়েছিল পুণে, রাজকোট, বিশাখাপত্তনম। উল্লোখ্য, গত ফেব্রুয়ারিতে ধর্মশালায় শেষবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত। সেটিই ওই মাঠে আয়োজিত শেষ ম্যাচ।


আরও পড়ুন: মহিলাদের আইপিএলের নিলামে বাংলার থেকে শিকে ছিড়ল কার কার?