পাল্লেকেলে: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম শ্রীলঙ্কার (IND vs SL) সাদা বলের সিরিজ়। ২৭ তারিখ থেকে শুরু হওয়া সিরিজ়ে তিনটি টি-টোয়েন্টি এবং সমসংখ্যক ওয়ান ডে ম্যাচ খেলবে দুই দল। সেই সিরিজ় শুরুর আগে মঙ্গলবার, ২৩ জুলাই থেকেই অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। তবে সিরিজ় শুরুর আগেই কি বড় ভুল করে বসলেন সূ্র্যকুমার যাদব (Suryakumar Yadav)? ভুলবশত ফাঁস করে দিলেন ভারতের পরিকল্পনা!
ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ়ের দিকে ভারতীয় সমর্থকরা বিশেষ নজর রাখবেন। কারণ এই সিরিজ়ের মাধ্যমেই ভারতীয় ক্রিকেটে গুরু গম্ভীর-জমানার সূচনা ঘটছে। আবার রোহিতের অবসরের পর ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজ় দিয়েই প্রথমবার পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদব ভারতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে চলেছেন। সেই মহাগুরুত্বপূর্ণ সিরিজ় শুরুর আগেই ব্রডকাস্টারদের শেয়ার করা এক ভিডিও ঘিরেই যত কাণ্ড।
ব্রডকাস্টাররা একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটিতে সূর্যকুমার এবং মহম্মদ সিরাজ়কে অনুশীলনের জন্য সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যাচ্ছে। দুইজনের পিছনে ছিলেন অক্ষর পটেল (Axar Patel)। সূর্যকুমারকে সেই ভিডিও ক্লিপে অক্ষরের দিকে পিছন ঘুরে বলতে শোনা যায়, 'আসতে আয় আসতে নাম। তৃতীয়-চতুর্থ ওভারে তোকেই দেখতে পাওয়া যাবে।'
পাল্লেকেলের স্পিন সহায়ক পিচে ভারতীয় দল যে অক্ষর পটেলকে খেলাবে, তা অনেক বিশেষজ্ঞই কার্যত নিশ্চিত বলেই মনে করছেন। অনেকেই সূর্যর এই মন্তব্যে দেখে শুনে মনে করছেন ম্যাচে পাওয়ার প্লের মধ্য়েই যে অক্ষরকে হয়তো বোলিং করতে ডেকে নেওয়া হবে। এই ভূমিকায় অক্ষর কিন্তু বেশ সড়গড়। আইপিএলেও প্রায়শই তাঁকে নতুন বলে পাওয়ার প্লেতে বোলিং করতে দেখা যায়। তাই টি-টোয়েন্টি সিরিজ়েও তেমনটা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে আগেভাগেই এমন পরিকল্পনা যদি প্রতিপক্ষ জেনে যায়, তাতে লোকসান হতে পারেও বলেও অনেকের আশঙ্কা। আদপে অক্ষর কখন বল করেন, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য ১৬ জনের শ্রীলঙ্কা দলের নেতৃত্বে চরিথ আসালঙ্কা