রাজকোট: ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে দুরন্ত ছন্দে বাংলা। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে (Syed Mushtaq Ali T20) টানা তিন ম্যাচে জিতে নক আউট পর্বের দিকে অনেকটাই এগিয়ে গেল লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বাধীন দল। প্রথম দুই ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন পাঞ্জাব ও তিলক বর্মার হায়দরাবাদকে হারিয়েছিল বাংলা। বুধবার তৃতীয় ম্যাচে মিজোরামকে ৮ উইকেটে দুরমুশ করল বাংলা।


আর বাংলার জয়ে বুধবার সবচেয়ে বড় ভূমিকা নিলেন অভিষেক পোড়েল (Abishek Porel)। চন্দননগরের উইকেটকিপার ব্যাটারকে আইপিএলে রিটেন করেছে দিল্লি ক্যাপিটালস। ৫ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছে দিল্লি। টি-২০ ক্রিকেটে তিনি যে কতটা উপযোগী, তা বুধবার ফের একবার প্রমাণ করে দিলেন বাঁহাতি ব্যাটার। ৪৫ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেললেন অভিষেক। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। 


গ্রুপ এ -তে তিন ম্যাচে ১২ পয়েন্ট হয়ে গেল বাংলার। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত বাংলা। বুধবার প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে মিজোরাম তুলেছিল ১৫৭/৪। পরিচালক, প্রযোজক বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নি চোপড়া ইনিংস ওপেন করেন। ১৩ বলে ১৩ রান করে সায়ন ঘোষের বলে ফেরেন তিনি। রান পাননি অপর ওপেনার জেহু অ্যান্ডারসনও (১৮ বলে ১৪)। তবে চার নম্বরে নেমে ৪৯ বলে অপরাজিত ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোহিত জাংড়া। ৭ চার ও চার ছক্কা মেরেছেন তিনি।


বাংলার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কণিষ্ক শেঠ, সায়ন ঘোষ ও কর্ণ লাল। মহম্মদ শামি এদিন অনেক রান খরচ করে ফেলেছেন। ৪ ওভারে ৪৬ রান দেন ডানহাতি পেসার। কোনও উইকেট পাননি।            


 






জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন অভিষেক। সঙ্গত করেন কর্ণ। ইনিংস ওপেন করতে নেমে ৪০ বলে ৬৭ রান করেন তিনি। ২৭ বল বাকি থাকতে, মাত্র ১৫.৩ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা।          


আরও পড়ুন: কিনব না কথা দিয়েও কেন পন্থের জন্য নিলামে ঝাঁপিয়েছিল দিল্লি? ফাঁস করলেন অন্যতম শীর্ষ কর্তা




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।