Afghanistan vs India Live: বুমরার ভেল্কি, আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয় ভারতের
AFG vs IND Match Live Score: আফগানিস্তান শেষ ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরাজিত হয়। তবে দুই দলই বেশ ভাল ছন্দে রয়েছে।
১৩৪ রানে অল আউট হল আফগানিস্তান। ৪৭ রানে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। ৩ উইকেট নিলেন অর্শদীপ।
পরের বলেই নবীন উল হককেও ফেরালেন তরুণ ভারতীয় পেসার। খাতা খোলার আগেই পন্থের হাতে ক্য়াচ দিয়ে ফিরলেন। জয়ের আরও কাছে ভারত।
২ রান করে অর্শদীপের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রশিদ খান। আফগানিস্তানের সপ্তম উইকেটের পতন।
১৭ বলে ১৯ রান করে বুমরার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে অর্শদীপের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নাজিবুল্লা। ১৬ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ১০৭/৬।
জাডেজার ওভারে উঠল ৭ রান। ১৪ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ৯১/৫।
২৬ রান করে জাডেজার শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ওমরজাই। আফগানিস্তানের পঞ্চম উইকেটের পতন।
আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন। কুলদীপ যাদবের বলে ১৭ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন গুলবদিন নইব।
৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৫৭ রান তুলল আফগানিস্তান। ক্রিজে আছেন ওমরজাই (১৭) ও নইব (১৬) রান করে।
২ রান করে বুমরার বলে জাডেজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন হজরতউল্লাহ জাজাই। আফগানিস্তানের তৃতীয় উইকেটের পতন।
অক্ষর পটেলের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন ইব্রাহিম জাদরান।
ব্যক্তিগত ১ রানের মাথায় অর্শদীপের বলে জীবনদান পেলেন হাজরতউল্লাহ জাজাই। পয়েন্টে তাঁর ক্যাচ ফেললেন বিরাট কোহলি। ৩ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২৩/১
বুমরা আক্রমণে আসতেই আফগানিস্তানের প্রথম উইকেটের পতন। ১১ রান করে ফিরলেন গুরবাজ। পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন আফগান ব্যাটার।
রান তাড়া করতে নেমে প্রথম ওভার শেষে আফগানিস্তান বোর্ডে তুলল ১৩/০। একটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকালেন রহমনউল্লাহ গুরবাজ।
২০ ওভার শেষে ভারতের স্কোর ১৮১/৭। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ রান যোগ করলেন অক্ষর পটেল। ৬ বলে ১২ রান করলেন তিনি।
৩২ রান করে ক্যাচ আউট হলেন হার্দিক পাণ্ড্য। মাত্র ৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন রবীন্দ্র জাডেজা। ভারতের স্কোর ১৮.৪ ওভারে ১৬৫/৭।
২৭ বলে অর্ধশতরান পূরণ করলেন সূর্যকুমার যাদব। নিজের ইনিংসে হাঁকালেন পাঁচটি বাউন্ডারি ও তিনটি ছক্কা।
১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান বোর্ডে তুলল ভারত। ৪১ রান করে ক্রিজে আছেন সূর্যকুমার। ১৩ রান করে ব্যাট করছেন হার্দিক।
দুরন্ত রশিদ খান। নিজের তৃতীয় উইকেট তুলে নিলেন। ৭ বলে ১০ রান করে ফিরলেন শিবম দুবে। ভারতের স্কোর ১১ ওভারে ৯০/৪।
ভারতের তৃতীয় উইকেটের পতন। ২৪ বলে ২৪ রান করে রশিদের শিকার হয়ে প্যাভিলিয়ন ফিরলেন বিরাট। ভারতের স্কোর ৮.৩ ওভারে ৬২/৩।
ভারতের দ্বিতীয় উইকেটের পতন। ২০ রান করে রশিদ খানের বলে লেগবিফোর হয়ে ফিরলেন ঋষভ পন্থ। ভারতের স্কোর ৭ ওভার শেষে ৫৪/২।
৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান বোর্ডে তুলে নিল ভারতীয় দল। ক্রিজে আছেন বিরাট কোহলি (১৬) ও ঋষভ পন্থ (৭)।
ভারতের প্রথম উইকেটের পতন। ১৩ বলে ৮ রান করে ফারুকির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। ভারতের স্কোর ৩ ওভারে ১৬/১।
ওপেনে নামলেন রোহিত-বিরাট জুটি। আফগানিস্তানের হয়ে প্রথম ওভার করলেন ফাজাল্লাখ ফারুখি। প্রথম ওভারে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৫ রান তুলল ভারত।
টি-২০ বিশ্বকাপের মাঝেই শোকের আবহ ভারতীয় ক্রিকেটে। কর্নাটকে নিজের বাড়ির চার তলার ব্যালকনি থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের। মাত্র ৫২ বছর বয়সে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট। প্রাক্তন তারকাকে শ্রদ্ধা জানানোর জন্য বৃহস্পতিবার ব্রিজটাউনে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলিরা নামলেন কালো আর্মব্যান্ড পরে।
ভারতীয় একাদশে একটি বদল। মহম্মদ সিরাজের বদলে একাদশে ঢুকলেন কুলদীপ যাদব। অর্থাৎ জাডেজা, অক্ষরের সঙ্গে স্পিন আক্রমণ আরও বাড়িয়ে আফগানদের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
আফগানিস্তান একাদশে রশিদ খান, নূর আহমেদ দুই স্পিনারকেই আক্রমণে রাখা হবে? একাদশে বদল করা হতে পারে ম্য়াচে।
আফগানিস্তান ম্য়াচে বিরাট কোহলিকে কি ওপেনেই নামানো হবে? চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনে নেমে সফল হননি কিং কোহলি। আজকের ম্য়াচে একাদশে ঢুকতেই পারেন জয়সওয়াল।
ভারত বনাম আফগানিস্তান দ্বৈরথে নিঃসন্দেহে নজর থাকবে রোহিত শর্মা বনাম রশিদ খান ডুয়েলের দিকে। এছাড়াও বিরাট কোহলি ও ফাজল্লাখ ফারুখির ডুয়েলের দিকেও নজর থাকবে আজ।
ভারতীয় দল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে। কানাডার বিরুদ্ধে ম্য়াচ খেলাই হয়নি বৃষ্টির জন্য।
আফগানিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট আটবার টি-টােয়েন্টি ফর্ম্য়াটে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। আর প্রত্যেকবারই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহারণে আজ ভারত মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে।
প্রেক্ষাপট
আফগানিস্তান বনাম ভারত। এই মহারণে এখনও পর্যন্ত একে অপরের বিরুদ্ধে মোট আটটি বিশ ওভারের ম্যাচ খেলেছে। এর মধ্যে একটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচ অমীমাংসিত শেষ হয়। তাছাড়া বাকি সবকয়টি ম্যাচেই জয় পায় টিম ইন্ডিয়া।
তবে প্রতিপক্ষ হিসাবে আফগানদের কিন্তু বেশ সমীহই করছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় কোচ। তিনি বলেন, 'আফগানিস্তানের স্কোয়াড দেখলে হয়তো প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটারের সংখ্যা কমই পাওয়া যাবে। তবে সেটা অন্য ফর্ম্যাটে। আমাদের থেকে ওদের অনেক খেলোয়াড় অনেক বেশি টি-টোয়েন্টি লিগগুলি খেলে। নিজেদের আইপিএল দলেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ওরা। তাই এই ফর্ম্যাটে ওদের কিন্তু হেলাফেলা করা যাবে না। ওরা যোগ্য দল হিসাবেই সুপার এইটে পৌঁছেছে এবং আমরাও ওদের হালকাভাবে একেবারেই নিচ্ছি না। বাকি দলগুলির মতো ওদের বিরুদ্ধে কড়া অনুশীলন এবং পরিকল্পনা নিয়েই মাঠে নামব আমরা।'
দুই দলই এবারের গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ জিতেছে। ভারতীয় দলের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। আফগানিস্তান শেষ ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পরাজিত হয়। তবে দুই দলই বেশ ভাল ছন্দে রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -