বার্বাডোজ: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ (IND vs AFG) দিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) নিজেদের সুপার এইটের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। ম্যাচটি আয়োজিত হবে বার্বাডোজে, যেটিকে আবার ওয়েস্ট ইন্ডিজ়ের আঁতুড়ঘর বলা হয়। কতই না বিখ্যাত ক্রিকেটার এই দ্বীপপুঞ্জ থেকে উঠে এসেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন ওয়েসলি হল (Wesley Hall)। ৬০-র দশকে প্রতিপক্ষকে ভয় ধরানো ওয়েস্ট ইন্ডিজ় ফাস্ট বোলিং বিভাগের অংশ ছিলেন হল। সেই কিংবদন্তি ক্রিকেটারই বিরাট কোহলিকে (Virat Kohli) দরাজ সার্টিফিকেট দিলেন।


ভারত-আফগানিস্তান ম্যাচের ভেন্যুু কেনজ়িংটন ওভালে ম্যাচের আগেরদিন হাজির হয়েছিলেন হল। তাঁকে দেখামাত্রই একগুচ্ছ মিডিয়া তাঁর দিকে ছুটে যান। ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা বিরাট কোহলির সঙ্গে দেখা করেন হল। তাঁদের নিজের জীবনীর উপর লেখা বইটি উপহার দেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি। কোচ হিসাবে দ্রাবিড়ের প্রশংসা করেন হল এরপরেই কোহলির সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কোহলিকে অকপটে এ প্রজন্মের সেরা ব্যাটারের তকমা দেন তিনি।


 






 


কোহলির প্রশংসা করে হল বলেন, 'বিশ্বের সেরা ব্যাটার, তোমার সঙ্গে দেখা করাটা আমার সৌভাগ্য। তোমার কেরিয়ারের শুরু থেকে আমি তোমার উপর নজর রেখেছি। আমার জীবনে আমি অনেক বড় ক্রিকেটার দেখেছি এবং তুমি একেবারে শীর্ষস্তরে রয়েছ। আশা করি তুমি ভারতের হয়ে আরও অনেক বছর খেলবে এবং তুমি কেরিয়ার শেষ করার পর ক্রিকেটকে যতটা সম্ভব ফিরিয়েও দেবে।' বিরাট কোহলির ব্যাট এখনও চলতি বিশ্বকাপে শান্তই রয়েছে। তিন ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র পাঁচ রান। তবে সেই তিন ম্যাচই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত হয়েছিল। তবে সুপার এইটের ম্যাচে ভেন্যু বদল ঘটেছে। এই মাঠ পরিবর্তন কোহলির ভাগ্য পরিবর্তন করে কি না, এখন সেটাই দেখার।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ পাবেন কুলচা? ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?