গায়ানা: ম্যাচের আগেই একটি পরিসংখ্যান ঘুরপাক খাচ্ছিল গায়ানায়। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সেমিফাইনাল ম্যাচের আগে। ২০২১ সাল থেকে আইসিসি টুর্নামেন্টে যে পাঁচটি ম্য়াচে হেরেছে ভারত, প্রত্যেক বারই প্রথমে ব্যাট করে। পাশাপাশি ছিল আর একটি পরিসংখ্যানও। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে রান তাড়া করে কখনও হারেনি ইংল্য়ান্ড। তিনবারের তিনবারই জিতেছে। যার মধ্যে ২ বছর আগে এই ভারতের বিরুদ্ধেই একপেশে ভাবে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। ভারতকে যেভাবে ১০ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড যে, ভাবলে এখনও হয়তো আঁতকে ওঠেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।


বৃহস্পতিবার গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে যখন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন ইংরেজ অধিনায়ক জস বাটলার, অশনি সংকেত দেখেছিলেন অনেকেই। তার ওপর বিরাট কোহলি যেরকম দুঃস্বপ্নের বিশ্বকাপ কাটাচ্ছেন, সমর্থকদের আতঙ্কিত হয়ে পড়ারই কথা। চলতি টি-২০ বিশ্বকাপে কোহলির ব্যাটে রানের খরা। কোথায় সেই আইপিএলের অরেঞ্জ ক্যাপ জেতা মেজাজ? বরং কুঁকড়ে থাকছেন। বিশ্বকাপে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করছেন। পরপর ২ ম্যাচে স্টেপ আউট করে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হলেন। ৯ বলে ৯ রান করে।


তবে, ভারতের উদ্ধারকর্তা হয়ে দাঁড়ালেন রোহিত। প্রথমে বিরাট, পরে ঋষভ পন্থ (৪ রান) - দুই তারকা ব্যর্থ। তার ওপর কাঁটা বৃষ্টি। ম্যাচ ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হওয়ার পাশাপাশি খেলার মাঝেও বিঘ্ন ঘটাল। সঙ্গে কঠিন পিচ। যেখানে বল পড়ে মসৃণভাবে ব্যাটে আসছে না। শট খেলাই দুষ্কর যেন। তবে সব উপেক্ষা করে আগ্রাসী ব্যাটিং করলেন রোহিত। ৩৬ বলে হাফসেঞ্চুরি। আদিল রশিদের বলে যখন বোল্ড হলেন, তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৩৯ বলে ৫৭ রান। সঙ্গত করলেন সূর্যকুমার যাদব। মাত্র তিন রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করলেন। ৩৬ বলে ৪৭ রান করলেন স্কাই। তৃতীয় উইকেটে দ্রুত ৭৩ রান যোগ করে রোহিত ও স্কাই - মুম্বইয়ের দুই ক্রিকেটারই লড়াইয়ে ফেরালেন ভারতকে।


যে ভিতের ওপর দাঁড়িয়ে শেষ বেলায় ঝোড়ো ব্যাটিং করলেন হার্দিক পাণ্ড্য। ১৩ বলে ২৩ করে ফিরলেন। ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাডেজা। শেষ পর্যন্ত ভারত তুলল ১৭১/৭। ইংল্যান্ডের সামনে ১৭২ রান তুলে ম্যাচ জেতার পরীক্ষা। ইংরেজ বোলারদের মধ্যে ক্রিস জর্ডান ৩ উইকেট নিয়েছেন।



 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।