গায়ানা: আশঙ্কা ছিলই। শেষ পর্যন্ত ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দ্বিতীয় সেমিফাইনালে থাবা বসাল বৃষ্টি। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে গায়ানায়। ভারতীয় সময় সন্ধ্যা ৭.৪০ -এর আপডেট হল, বৃষ্টি থামলেও মাঠ এখনও ভিজে। পিচ ও পার্শ্ববর্তী অংশ ঠাকা রয়েছে কভারে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যাবে না। পিছিয়ে গেল টসের সময়ও।


গায়ানায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সে কথা আবহাওয়া দফতর থেকে সাফ জানিয়ে রাখা হয়েছিল। আর তখন থেকেই ম্যাচ হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। যে সমস্ত ক্রিকেটপ্রেমীরা একটি ধুন্ধুমার ক্রিকেটীয় দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন, তাঁরা দুশ্চিন্তায় ছিলেন তখন থেকেই।


পাশাপাশি চিন্তা বাড়িয়েছিল আইসিসি-র এক অদ্ভুত নিয়ম। টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হলেও দ্বিতীয় সেমিফাইনালের কোনও রিজার্ভ ডে নেই। যে কারণে প্রথম সেমিফাইনালের জন্য বাড়তি একদিন সময় থাকলেও, ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল দিনের দিনই শেষ করার কথা। কারণ, ত্রিনিদাদে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ছিল স্থানীয় সময় ২৬ জুন রাতে। যা ভারতীয় সময়ে ২৭ জুন সকাল ৬টায়। সেই ম্যাচ ভেস্তে গেলে স্থানীয় ক্যালেন্ডার অনুযায়ী ২৭ জুন খেলা করা যেত। তবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ যেহেতু স্থানীয় সময়ে ২৭ জুন সকাল ১০.৩০-এ শুরু হওয়ার কথা ছিল, তাই ম্যাচটি শেষ করার জন্য এ দিনই বাড়তি ৮ ঘণ্টা সময় রাখা হয়েছে। কারণ, ২৯ জুন ফাইনাল আর তার আগের দিন অর্থাৎ ২৮ জুন দুই ফাইনালিস্ট দলের সফর করার কথা।


 






ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ কি আদৌ শুরু করা যাবে? ভারতীয় সময় রাত ৮টার খবর, বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে গায়ানায়। মাঠ শুকিয়ে গেলে পুরো ওভারের ম্যাচই করার চেষ্টা করা হবে। আর ম্যাচ ভেস্তে গেলে সুপার এইটে বেশি পয়েন্ট থাকায় ফাইনালে উঠবে ভারত। 





 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।