বার্বাডোজ: আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। ২০১৩ সালের পর থেকে আইসিসি ট্রফি ভাঁড়ারে নেই। এর মধ্যে বেশ কয়েকবার ফাইনালে উঠেছে বিভিন্ন টুর্নামেন্টে ভারতীয় দল। আর প্রত্যেকবারই খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। সেই ম্য়াচগুলোতে মাঠের পারফরম্য়ান্সে তো টেক্কা দিয়েইছে প্রতিপক্ষ। এমনকী অদ্ভুতভাবে প্রতিটা ম্য়াচেই মাঠে একজনের উপস্থিতি বেশ চিন্তার কারণ হয়েছে রোহিত, বিরাটদের। না, আসলে তাঁদের থেকেও বড় কথা ভারতীয় ক্রিকেট সমর্থকদের। সেই ব্যক্তির নাম রিচার্ড কেটেলবোরো। 


তবে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্য়াচে রিচার্ড কেটেলবোরো থাকছেন না মাঠে। তিনি থাকবেন দায়িত্বে, কিন্তু মাঠে নন। অর্থাৎ অনফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে না এই ইংরেজ আম্পায়ারকে। শুক্রবারই আইসিসির তরফে ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্য়াচের আম্পায়ারদের তালিকা প্রকাশ করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রিস্টোফার গাফানে ও রিচার্ড ইলিংওর্থকে অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে। তবে মাঠে না থাকলেও টিভি আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড কেটেলবোরোকে। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে রড টাকারকে। ম্য়াচ রেফারি হিসেবে দেখা যাবে রিচি রিচার্ডসনকে। উল্লেখ্য, ২০১০ সালের পর দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে বার্বাডোজে।


কেটেলবোরোকে নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যেই একটা কুসংস্কার কাজ করে। আসলে তিনি যখনই ভারতের নক আউট পর্বের কোনও ম্য়াচে আম্পায়ার হিসেবে মাঠে থাকেন, তখন ভারতকে হারতে হয় সেই ম্য়াচে। একটা, দুটো নয়। এমন উদাহরণ অনেক রয়েছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্য়াচ হেরেছিল ভারত, সেই ম্যাচে দায়িত্বে ছিলেন কেটেলবোরো। এছাড়াও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্য়াচ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে, ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে সেমিতে নিউজিল্য়ান্ড ও ২০২৩ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া ম্য়াচ। সব ম্য়াচেই হারতে হয়েছে ভারতকে। আর দায়িত্বে ছিলেন ব্রিটিশ আম্পায়ার। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। সেই ম্য়াচেও রিচার্ড কেটেলবোরোই ছিলেন দায়িত্বে। যদিও এবারের ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নেয়। কিন্তু তবুও চিন্তা ছিলই, নক আউটে যদি কেটেলবোরো থাকেন। কিন্তু ফাইনালের আগেই আইসিসির তরফে জানিয়ে দেওয়া হল যে কেটেলবোরো অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন না ম্য়াচে।