মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিউ ইয়র্কে পৌঁছে অনুশীলনেও নেমে পড়েছে দল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে এবার টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আইপিএল চলাকালিনই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে আসন্ন মেগা টুর্নামেন্টে জাতীয় দলের জার্সিতে ওপেনে নামবেন রোহিত-বিরাট। গত আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন কোহলি। ৭৪১ রান ঝুলিতে পুরেছেন তিনি। এমনকী আরসিবির জার্সিতে ফাফ ডু প্লেসির সঙ্গে ওপেনেই নেমেছিলেন। অন্যদিকে রোহিত ও ঈশান জুটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনে নেমেছিলেন। তবে আশানুরুপ পারফর্ম করতে পারেননি। একটি শতরান যদিও এসেছিল রোহিতের ব্য়াটে। কিন্তু লিগের শেষের দিকের ম্য়াচগুলোতে রান পাননি। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই বিরাটের সঙ্গে রোহিত নয়। যশস্বী জয়শওয়ালকে ওপেনার হিসেবে দেখতে চান ওয়াসিম জাফর।
প্রাক্তন ভারতীয় ওপেনার নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''আমার মনে হয় বিরাট ও জয়সওয়ালের ওপেনে নামা উচিত। রোহিত ও সূর্যকুমার যাদব তিন ও চার নম্বরে নামুক। রোহিত স্পিনটা ভাল খেলতে পারে। তাই আমার মনে হয় চার নম্বর পজিশনে খেলাটা কোনও চিন্তার কারণ নয় ভারতীয় দলের কাছে।'' উল্লেখ্য, আগামী ১ জুন থেকে শুরু টুর্নামেন্ট। আর বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দল অভিযান শুরু করবে আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। যদিও হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্য়াচ হবে আগামী ৯ জুন। এরপর গ্রুপের বাকি দুটো ম্য়াচ খেলবে ভারত যুক্তরাষ্ট্র ও কানাডার বিরুদ্ধে। ম্য়াচ দুটো হবে যথাক্রমে ১২ ও ১৫ জুন।
২০১৩ সালের পর থেকে আইসিসি ট্রফি জেতেনি ভারত। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষবার জিতেছিল টিম ইন্ডিয়া মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে। এরপর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বিরাটের দলের। ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপে সেমিতে কিউয়িদের বিরুদ্ধে হারতে হয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী মরশুমেই খেতাব ঘরে তুলেছিল ভারত। এরপর থেকে এই ফর্ম্য়াটের বিশ্বকাপেও শিকে ছেড়েনি টিম ইন্ডিয়ার।