ফ্লোরিডা: গোটা একটা দেশ প্রার্থনা করছিল, শুক্রবার (T20 World Cup) যেন আমেরিকা বনাম আয়ার্ল্যান্ড ম্যাচ শেষ পর্যন্ত করা সম্ভব হয়। আর সেই ম্যাচে যেন আইরিশদের কাছে হারতে হয় মার্কিন দলকে। তবেই একমাত্র পাকিস্তানের সুপার এইটে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকত।

কিন্তু হতাশ হতে হল পাক ক্রিকেটপ্রেমীদের। ফ্লোরিডায় বৃষ্টি ও ভেজা মাঠের জন্য আমেরিকা বনাম আয়ার্ল্যান্ড (USA vs Ireland) ম্যাচ ভেস্তে গেল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। আর সেই সঙ্গে কপাল পুড়ল পাকিস্তানের। সুপার এইটের দৌড় থেকে ছিটকে গেলেন বাবর আজ়মরা।

আমেরিকা ও ভারতের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়ের পরই পাকিস্তানের (Pakistan Cricket Team) সুপার এইটে ওঠার স্বপ্ন জোরাল ধাক্কা খেয়েছিল। বাবর আজ়মদের কাছে শেষ অঙ্কটা ছিল সহজ। গ্রুপ এ-র শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারাতে হবে। তবে তার আগে আমেরিকাকে শুক্রবার হারতে হবে আইরিশদের কাছে।

 





ভারত আগেই এই গ্রুপ থেকে সুপার এইটে পৌঁছে গিয়েছে। ৩ ম্য়াচে ৩টিই জিতে ৬ পয়েন্ট রোহিত শর্মাদের। আমেরিকার ঝুলিতে শুক্রবারের আগে পর্যন্ত ছিল ৩ ম্যাচে ৪ পয়েন্ট। শেষ ম্যাচে আয়ার্ল্যান্ডকে হারালেই তারা ইতিহাস গড়ত। ৬ পয়েন্ট নিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যেতেন সৌরভ নেত্রাভালকরেরা।

বৃষ্টিতে সেই ম্যাচই ভেস্তে গেল। এমনতেই ফ্লোরিডায় প্রবল ঝড়বৃষ্টি চলছিল। ম্যাচ হওয়া নিয়েই ছিল সংশয়। তবু বৃষ্টি থামতে চেষ্টা করেছিলেন মাঠকর্মীরা। কিন্তু ফের বৃষ্টি নামায় ভারতীয় সময় রাত ১১.০৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। পয়েন্ট ভাগাভাগি হয়ে যায় দুই দলের। এর ফলে ৪ ম্যাচে ৫ পয়েন্ট হল আমেরিকার। পাকিস্তান আপাতত ২ পয়েন্টে। শেষ ম্যাচে জিতলেও ৪ পয়েন্টে আটকে যাবেন বাবর আজ়মরা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে তাঁদের।           

 


 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।