নয়াদিল্লি: দীর্ঘ ১৭ বছর পর টি-২০ ক্রিকেটে ফের বিশ্বচ্যাম্পিয়ন (T20 World Cup 2024) হয়েছে ভারত। দেশে ফেরার পর রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) ঘিরে উৎসবের আবহ। মুম্বইয়ে ভিক্ট্রি প্যারেড ঘিরে দেখা গিয়েছে বেনজির উন্মাদনার ছবি। তবে তার আগে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে দেখা করেন ক্রিকেটারেরা।
প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে তাঁর বাসভবনে ক্রিকেটারদের সঙ্গে প্রাতঃরাশ সারেন তিনি। বিশ্বকাপে শুরুর দিকটা ভাল কাটেনি বিরাট কোহলির। প্রথম ৭ ম্যাচে করেছিলেন ৭৫ রান। ফাইনালে তিনিই ম্যাচের সেরা। প্রধানমন্ত্রী তাঁকে জিজ্ঞেস করেন, 'বিরাট তোমার যুদ্ধে তো বেশ চড়াই উৎরাই ছিল।'
কোহলি বলেন, 'আমাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এই দিনটা আজীবন মনে রাখব। আমি যতটা চেয়েছিলাম ততটা অবদান রাখতে পারিনি। আমি মাঝে কোচ রাহুল দ্রাবিড়কে বলেছিলাম, আমি নিজের সঙ্গে ও দলের সঙ্গে ন্যায় করতে পারছি না। তবে রাহুল ভাই বলেছিলেন, পরিস্থিতি এলে আমি পারফর্ম করব বলেই তাঁর বিশ্বাস ছিল।'
কোহলি আরও বলেন, 'ফাইনালে ব্যাট করতে নামার সময় আমি রোহিতকেও বলেছিলাম, একদম আত্মবিশ্বাস পাচ্ছি না। তবে প্রথম বলটা খেলার পর ওকে বলি, এক একদিন এমন হয় যে, মনে হয় এক রানও করতে পারব না। আর এক এক দিন এমন হয় যে, মনে হয় অনেক রান পাব। সেদিন বিশেষ করে উইকেট পড়ার পর ঠিক করে নিয়েছিলাম, ক্রিজে থাকব। আমি ঠিক করে নিই, যা হওয়ার হবে।' বিরাট যোগ করেন, 'ম্যাচের শেষ দিকে যখন প্রবল স্নায়ুর চাপ চলছিল, প্রত্যেক বল উপভোগ করছিলাম। একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম। তারপর
হার্দিক পাণ্ড্য একটা উইকেট নেয় আর ম্যাচ পাল্টে যায়। তারপর প্রত্যেক বলে আমরা একটু একটু করে ম্যাচে ফিরি।'