নয়াদিল্লি: ক্রিকেট মাঠে নামা তো দূর অস্ত, তিনি যে প্রাণে বাঁচবেন, এমনও ভাবতে পারেননি অনেকে। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় এমনই গুরুতর জখম হয়েছিলেন।


সেই ঋষভ পন্থ (Rishabh Pant) শুধু মাঠে অলৌকিকভাবে প্রত্যাবর্তনই ঘটাননি, জিতে নিয়েছেন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। দেশে ফিরেই ভারতীয় ক্রিকেটারেরা দেখা করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে। সেখানেই মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন পন্থ। বলেছেন, 'এই আমন্ত্রণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রায় এক দেড় বছর আগে আমার দুর্ঘটনা হয়েছিল। আমার মনে আছে সেই সময় আপনি আমার মাকে ফোন করেছিলেন। সেই সময় আমার মনে অনেক কিছু চলছিল। তবে মা যখন বলেছিলেন যে, আপনি ফোন করে আশ্বস্ত করেছেন, মানসিকভাবে শান্তি পেয়েছিলাম।'  মোদি তাঁকে পাল্টা বলেন, 'এমন যাঁর মা, তিনি কখনওই ব্যর্থ হতে পারেন না।'


২০২৪ সালের আইপিএলে মাঠে ফেরেন পন্থ। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ব্যাট হাতে নজরও কাড়েন। প্রশংসিত হয়েছিল পন্থের উইকেটকিপিংও। ১৩ ম্যাচে ৪৪৬ রান করেন পন্থ। ৪০.৫৫ গড় রেখে। তারপরই টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পান পন্থ। টি-২০ বিশ্বকাপে ৮ ম্যাচে ১৭১ রান করেছেন পন্থ। উইকেটের পিছনে গ্লাভস হাতেও তিনি ছিলেন নজরকাড়া।


 






পন্থ বলেছেন, 'যখন সেরে উঠছিলাম, শুনতে হতো, আমি ফের খেলতে পারব কি না। আমি ফের উইকেটকিপিং করতে পারব কি না, তা নিয়েও অনেক চর্চা হয়। গত ২ বছর ধরে মনের মধ্যে এইসব চলত। মনে মনে ভাবতাম, মাঠে ফিরতে পারলে আরও উন্নতি করার চেষ্টা করব। কারও কাছে নিজেকে প্রমাণ করা জন্য নয়, নিজের কাছে প্রমাণ করার জন্য যে, আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি। ভারতকে জেতাতে পারি।'                


 






আরও পড়ুন: সাহস হয় কী করে! ভারতের কোন ক্রিকেটারকে বললেন প্রধানমন্ত্রী?





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।