সেন্ট ভিনসেন্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) লড়াই একেবারে জমে উঠেছে। সুপার এইটের আর মাত্র চারটি ম্যাচ বাকি, তাও সেমিফাইনালের চার দল এখনও নির্ধারিত হয়নি। উপরন্তু, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের (AUS vs AFG) ঐতিহাসিক জয়ে আরও জমে গিয়েছে লড়াই। শেষ চারে কোন কোন দল পৌঁছবে, কী বলছে অঙ্ক?


গ্রুপ ১:-


ভারত-


ভারতীয় দল দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ১-র শীর্ষ রয়েছে, নেট রান রেট +২.৪২৫। চলতি বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর জন্য ভারতীয় দল বেশ ভাল জায়গাতেই রয়েছে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি ভারতীয় দল পরাজিত হয় এবং আফগানিস্তান যদি বাংলাদেশকে পরাজিত করে, তাহলে ভারতীয় দল কিন্তু সেমি থেকে ছিটকে যেতে পারে। তবে জয় বা ম্যাচ ভেস্তে গেলেও টিম ইন্ডিয়ার সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত। ভারতীয় দল যদি সেমিফাইনালে পৌঁছয়, তবে ২৭ জুন গায়ানায় তাঁরা নিজেদের সেমিফাইনাল ম্যাচ খেলবে। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া অন্তত ৪১ রানে হারলে এবং আফগানিস্তান বাংলাদেশের বিরুদ্ধে অন্তত ৮৩ রানের ব্যবধানে জিতলে, একমাত্র তবেই টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হবে। তাহলেই দুই দলের নেট রান রেট ভারতের থেকে বেশি হবে এবং ভারত সেমিফাইনাল থেকে ছিটকে যাবে।   


অস্ট্রেলিয়া-


আফগানিস্তানের বিরুদ্ধে ২১ রানে পরাজয়, ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ কঠিন জায়গায় এনে দিয়েছে। ভারতকে শেষ ম্যাচে হারালে অজ়িদের সেমিফাইনালে পৌঁছতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আপাতত মিচেল মার্শদের দখলে দুই পয়েন্ট রয়েছে। তাঁদের +০.২২৩ নেট রান রেট কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।


আফগানিস্তান-


অজ়িদের প্রথমবার বিশ্বকাপে হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপের লড়াই জমিয়ে দিয়েছে। রশিদদের দখলেও অজ়িদের সমান দুই পয়েন্ট রয়েছে। তবে তাঁদের নেট রান রেট -০.৬৫০ বেশ খানিকটা কম। ভারত অস্ট্রেলিয়াকে হারালে আর আফগানিস্তান বাংলাদেশকে হারালে রশিদদের সেমিফাইনাল নিশ্চিত। তবে অস্ট্রেলিয়া যদি ভারতকে হারায়ও, তাহলেও আফগানরা সেমিফাইনালে পৌঁছতে পারে। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে এক রানে জিতলে বাংলাদেশকে অন্তত ৩৬ রানেই হারাতে হবে (যদি প্রথমে ব্যাট করে দল ১৬০ রান করে)।


বাংলাদেশ-


নাজমুল হোসেন শান্তরা এখনও একটিও ম্যাচ জিততে পারেনি। তবে আফগানিস্তানের জয়ে কিন্তু বাংলাদেশর আশাও জেগে উঠেছে। যদিও অঙ্কটা তাদের জন্য বেশ জটিল। তবে ভারতীয় দলের সাহায্য দরকার বাংলাদেশের। অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে জয় পায়, তাহলে আফগানদের হারিয়েও বাংলাদেশের লাভের লাভ কিছুই হবে না। বাংলাদেশের নেট রান রেট -২.৪৮৯। ভারত অজ়িদেরকে ৫৫ রানে হারালে বাংলাদেশকে অন্তত ৩১ রানে (প্রথমে ব্যাট করা দল ১৬০ রান তুললে) আফগানিস্তাকে হারাতে হবে।


গ্রুপ ২:-


গ্রুপ ২-এ দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ়কে হারালে সেমিফাইনাল পাকা। ওয়েস্ট ইন্ডিজ় সেই ম্যাচ জিতলে তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। তবে রাসেলরা প্রোটিয়াদের বিরুদ্ধে হারলেও কোয়ালিফাই করতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আবশ্যক। ইংল্যান্ডের নিজেদের ম্যাচ জিতলেও, ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের ব্যবধান কম হলে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিটকে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শুধু জিতলেই হবে না। জিততে হবে বড় ব্যবধানে এবং ওয়েস্ট ইন্ডিজ়েরও বড় ব্যবধানে হারতে হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ইতিহাস গড়ল আফগানিস্তান, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে নজির রশিদদের