নিউইয়র্ক: টি-২০ বিশ্বকাপে এ যেন অঘটনই। অস্ট্রেলিয়াকে ১৪৯ রানের লক্ষ্য দিয়ে ২১ রানে হারাল আফগানিস্তান। এর ফলে সেমিফাইনালের লড়াই বেশ কিছুটা কঠিন হল অস্ট্রেলিয়ার জন্য। টানটান ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে ওঠার পথে বরং কিছুটা স্বস্তি পেলেন রশিদরা। 


কিংসটাউনে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২০ ওভারে করে ৬ উইকেটে ১৪৮ রান। দুই ওপেনার গুরবাজ এবং জাদরান প্রথম উইকেটে ১১৮ রান তোলেন। গুরবাজ ৪৯ বলে ৬০ এবং জাদরান ৪৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। টি২০ বিশ্বকাপে সুপার আটের গ্রুপ ওয়ানের লড়াই রীতিমতো জমিয়ে দিল আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়ের রেকর্ড করেছেন রশিদ খানরা। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বোলারদের দাপটে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছে ১২৭ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি আফগানিস্তানের প্রথম আন্তর্জাতিক ম্যাচ জয়।


ব্যাট করতে নেমে ওপেনিং জমিয়ে দেয় আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ওপেনিংয়ে ১১৮ রানের জুটির পর তেমন একটা রান ওঠেনি আফগানদের। শেষ ৫ ওভারে মাত্র ২৯ রান করতে পারে তারা। এর কারণ অবশ্য প্যাট কামিন্সের হ্যাটট্রিক। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের পর আফগানিস্তানের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করেছেন এই অজি পেসার। 


আরও পড়ুন, সুপার এইটে বাংলাদেশকে হারিয়ে হার্দিকের প্রশংসায় পঞ্চমুখ ক্যাপ্টেন রোহিত


বোলিংয়ের ক্ষেত্রেও দাপট দেখিয়েছেন রশিদরা। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছেন মূলত গুলবদিন। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তিনি আউট করেছেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড ও প্যাট কামিন্সকে। ট্রাভিস হেডকে শূন্য রানে ফেরানো নাভিন উল হকও ২০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।


প্রথম ওভারে হেডকে ফেরানো নাভিন তৃতীয় ওভারে ফেরান অধিনায়ক মিচেল মার্শকে। এরপর ইনিংসের ষষ্ঠ ওভারে ডেভিড ওয়ার্নাকে আউট করেন মহম্মদ নবী। ৩২ রানে ৩ উইকেট হারানোর পর ৩৯ রানের জুটি গড়েন ম্যাক্সওয়েল ও স্টোয়ানিস। এরপরই গুলবদিন ম্যাচের ভাগ্য বদলে দেন। তাঁর বাউন্সারে ইনিংসের ১১তম ওভারে আউট হন স্টোয়ানিস। টিম ডেভিডও উইকেটে থিতু হতে পারেননি। তাঁকেও আউট করেছেন গুলবদিন। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ টানা ৮ ম্যাচ জেতার পর হার দেখল অস্ট্রেলিয়া।      


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে